বিনোদন

নববর্ষে স্বস্তিকার সেরা পরামর্শ

ঘড়ির কাঁটা ১২টা স্পর্শ করার সঙ্গে সঙ্গে বিদায় নিয়েছে ২০১৮ সাল। শুরু হয়েছে নতুন বছর। বিদায়ী বছরের যত জরা ও পরাজয়ের গ্লানিকে পেছনে ফেলে নব উদ্যেমে সবার শুরু হয়েছে পথচলা। তাদের কাতারে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ও। তবে বছর শেষের দিনে হিসেবের খাতা নিয়ে হয়তো বসতে চান না তিনি। কিন্তু নতুন বছর শুরুর আগে ঝালিয়ে নিতে চান পুরনো বছরের সেরা পরামর্শ। ‘প্রতারক মনে করে সকলেই প্রতারণা করছে। মিথ্যাবাদী মনে করে সকলেই মিথ্যা কথা বলছে। এটা মনে রাখতে হবে।’ এমনই এক বার্তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। তার মতে, ২০১৮-র সেরা পরামর্শ এটাই।

Advertisement

২০১৮ ভালোই কেটেছে স্বস্তিকার। তবে ক্যারিয়ারের দিক থেকে তার সেরা পাওনা মারাঠি ছবি ‘আরন’। মারাঠি ইন্ডাস্ট্রিতে ডেবিউ করলেন অভিনেত্রী। আর ডেবিউতেই দর্শকদের একটা বড় অংশের প্রশংসা আদায় করে নিয়েছেন।

২০১৯-এর জানুয়ারিতে মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘শাহজাহান রিজেন্সি’। সে ছবির ট্রেলারেই স্বস্তিকাকে নিয়ে আগ্রহ তৈরি হয়েছে দর্শক মহলে। এই ফিল্ম তার ক্যারিয়ারে অভিনয়ের নিরিখে আরও একটি মাইলস্টোন হতে চলেছে বলেই মনে করছেন অনুরাগীরা।

best advice of 2018. https://t.co/QQOSOpMjNi

Advertisement

— Swastika Mukherjee (@swastika24) December 30, 2018

এসআর/জেআইএম