লিবিয়ার উপকূলে নৌকা থেকে দুই হাজারের বেশি অভিবাসী ও শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। এটি সমুদ্র থেকে একদিনে বৃহত্তম উদ্ধারের ঘটনাগুলোর একটি বলে জানিয়েছে ইটালির কোস্ট গার্ড।বার্তা সংস্থা এএফপি জানায়, সমুদ্রে ভাসমান আরো কুড়িটি নৌযান থেকে `ডিসট্রেস কল` বা `উদ্ধার পাবার আবেদন` পেয়েছে উপকূল রক্ষীরা।জানা যায়, শনিবারের এই উদ্ধার অভিযানে ইটালিয়ান নেভির দুটি জাহাজ যুক্ত ছিল। দুটি কাঠের নৌকা ডুবে যাওয়ার উপক্রম হলে, নেভির জাহাজ তাদের সাহায্যে এগিয়ে যায়। উদ্ধারপ্রাপ্তদের মধ্যে একটি নবজাতকও রয়েছে বলে জানানো হয়েছে।আরএস/এমএস
Advertisement