জাতীয়

চট্টগ্রামে জামানত হারিয়েছেন ৩৯ জন প্রার্থী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ৬টি আসনে মোট ৩৯ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। জামানত হারানোদের মধ্যে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী ও নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনের মতো হেভিওয়েট প্রার্থীরা।

Advertisement

উল্লেখ্য, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, নির্বাচনে মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ (১২.৫ শতাংশ) না পেলে জামানত বাজেয়াপ্ত হয়।

জামানত হারালেন যারা :

চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে জামানত হারিয়েছেন ৭ জন প্রার্থী। এরা হলেন- নগর বিএনপির সভাপতি ধানের শীষের প্রার্থী ডা. শাহাদাত হোসেন, বাংলাদেশ ইসলামি ফ্রন্টের আবু আজম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মৃণাল চৌধুরী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মৌলভী রশিদুল হক, জাতীয় পার্টির মো. মোরশেদ সিদ্দিকী ও ইসলামি আন্দোলন বাংলাদেশের মো. শেখ আমজাদ হোসেন।

Advertisement

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী) আসনে জামানত হারিয়েছেন ৭ জন প্রার্থী। এরা হলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, ন্যাশনাল পিপলস পার্টির কাজী মো. ইউসুফ আলী চৌধুরী, বিএনএফেরজিএসএম আতিউল্লাহ ওয়াসীম, ইসলামি আন্দোলন বাংলাদেশের জান্নাতুল ইসলাম, বাসদের মো. মাহিন উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী সাবিনা খাতুন ও বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ।

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে ৬ জন প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৫ জন। এরা হলেন- বিএনপি যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী, বাংলাদেশ ইসলামি ফ্রন্টের মুহাম্মদ আশরাফ হোসাইন, জাতীয় পার্টির দিদারুল কবির, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. মোজাম্মেল হোসেন, ইসলামি আন্দোলন বাংলাদেশের সামছুল আলম হাসেম।

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে ১০ জন প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৮ জন প্রার্থী। তারা হলেন- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ছৈয়দ হাফেজ আহমদ, ইসলামি ঐক্যজোটের মঈন উদ্দীন রুহী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মীর ইদরীস, ইসলামি আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ রফিক, বাংলাদেশ ইসলামি ফ্রন্টের মো. নঈমুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নাসির উদ্দিন, খেলাফত মজলিসের শিহাবুদ্দীন ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নাছির হায়দার করিম।

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসনে ৯ জন প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৭ জন। তারা হলেন- বিএনএফের এসএম ইকবাল হোসেন, ন্যাপের বাপন দাশগুপ্ত, ইসলামি আন্দোলন বাংলাদেশের ডা. মো. ফরিদ খান, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মো. সেহাব উদ্দিন, বাংলাদেশ ইসলামি ফ্রন্টের সেহাব উদ্দিন মোহা্ম্মদ আবদুস সামাদ, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক ও হাসান মাহমুদ চৌধুরী।

Advertisement

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে ৫ জন প্রার্থী জামানত হারিয়েছেন। ওই আসনে প্রদত্ত বৈধ ভোট ৩ লাখ ৪৩ হাজার ৬৯৮টি। আসনটিতে জামানত হারিয়েছেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অপু দাশ গুপ্ত, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আবুল বাশার মুহাম্মদ জয়নাল আবেদীন, বাংলাদেশ ইসলামি ফ্রন্টের এমএ মতিন, ইসলামি আন্দোলন বাংলাদেশের মো. লোকমান সওদাগর ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের মৌলভী রশিদুল হক।

এমবিআর/জেআইএম