রাজনীতি

বৈঠকে বিএনপির শীর্ষ নেতারা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভরাডুবির পর করণীয় নির্ধারণে বৈঠকে বসেছেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা।

Advertisement

সোমবার (৩১ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানর রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকে সভাপতিত্ব করছেন।

বৈঠকে আরও উপস্থিত আছেন-লেফটেন্যান্ট জেনারেল (অব) মাহবুবুর রহমান, মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী।

Advertisement

এ বৈঠকের পরই একই জায়গায় হবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠক।

এ বৈঠক শেষে নির্বাচনের ফল বিপর্যয়সহ পরবর্তী করণীয় নির্ধারণে বৈঠকে বসবেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।

সন্ধ্যা ৬টার দিকে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে এ বৈঠক হবে।

বৈঠকে ড. কামাল হোসেন, ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বঙ্গবীর কাদের সিদ্দিকী, ড. জাফরুল্লাহ চৌধুরী, আ স ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না প্রমুখ উপস্থিত থাকবেন।

Advertisement

জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামিম বৈঠকের বিষয়টি জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল রোববার অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

নির্বাচন কমিশন (ইসি) ২৯৮টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে। এতে ২৫৯টি আসন পেয়েছে আওয়ামী লীগ। হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টি (জাপা) পেয়েছে ২০টি আসন। বিএনপি পেয়েছে ৫টি আসন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পেয়েছে তিনটি আসন। জাসদ, বিকল্পধারা ও গণফোরাম পেয়েছে দুটি করে আসন।

কেএইচ/এনডিএস/এমএস