আইন-আদালত

দুলুর জামিন নামঞ্জুর

রাজধানীর শেরেবাংলা নগর থানার নাশকতার একটি মামলায় গ্রেফতার বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

Advertisement

সোমবার (৩১ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম (এসিএমএম) আমিনুল হক শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করেন। শেরেবাংলা নগর থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আবু ইউসুফ বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

গত ১২ ডিসেম্বর সকালে গুলশানের বাসা থেকে দুলুকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় শেরেবাংলা নগর থানায় করা মামলায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। অপরদিকে দুলুর আইনজীবীরা জামিনের আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে জামিন শুনানির জন্য ২৩ ডিসেম্বর দিন ধার্য করেন। এদিন দুলুর আইনজীবী জামিন শুনানি করলে আদালত অধিকতর শুনানির জন্য ৩১ ডিসেম্বর দিন ধার্য করেন।

Advertisement

২০১৫ সালের হরতাল-অবরোধ চলাকালে শেরেবাংলা নগর থানায় নাশকতার অভিযোগে তার বিরুদ্ধে এই মামলাটি করা হয়। চার্জশিট আসার পর তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

জেএ/আরএস/এমএস