দেশজুড়ে

মায়ের কোলে রনি : মোর বুকের ধন ফিরি পাইছং

পাঁচ মাস ভারতে আাটক থাকার পর মায়ের কোলে ফিরেছে এসেছে কুড়িগ্রামে শিশু রনি হাসান (৬)। শনিবার বিকেলে বৈধ পাসপোর্টের মাধ্যমে তাকে জেলার ফুলবাড়ি উপজেলায় আনা হয়। দীর্ঘদিন পর কোলের সন্তানকে ফিরে পেয়ে মায়ের চোখে আনন্দাশ্রুর বন্যা বয়ে যায়। রনির মা রুনা বেগম জানান, ‘মোর বুকের ধন ফিরি পাইছং। মোর আত্মাটা শান্তিতে ভরি গেইছে। আল্লাহর কাছে হাজার শোকর জানাং।’রনি ফুলবাড়ি উপজেলার কুরুসা ফেরুসা গ্রামের জয়নাল আবেদীনের একমাত্র সন্তান। রনি ফিরে আসার ঘটনা জানাজানির পর তাকে এক নজর দেখার জন্য প্রতিবেশিরা ভিড় জমেতে শুরু করে।উল্লেখ্য, গত ১১ এপ্রিল ভারত থেকে দালালের মাধ্যমে বাড়ি ফেরার পথে আসামের ধুবড়ির  টাকিমারী সীমান্তে বিএসএফের হাতে আটক হয় রনি। এরপর তাকে ধুপড়ি জেলার শিশু পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়। নানাভাবে যোগাযোগ করেও শিশুটিকে বাংলাদেশে ফিরিয়ে আনতে না পেরে রনির গরিব বাবা ও প্রতিবেশিরা ধারদেনা ও হাট-বাজার থেকে মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করে।এরপর তৈরি করা হয় রনির বৈধ পাসপোর্ট। পরে পাসপোর্টসহ রনির বাবা গত ১০ আগস্ট লালমনিরহাট জেলার বুড়িমারী চেকপোস্ট দিয়ে ভারতের আসামের ধুপরি সরকারি শিশু পুনর্বাসন (শিশুগৃহে) যান। সেখানে রনির বৈধ কাগজপত্র দেখালে কর্তৃপক্ষ শুক্রবার তাকে তার বাবার কাছে হস্তান্তর করে। এরপর তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়।নাওডাঙ্গা ইউনিয়নের মহিলা সদস্য ফেরদৌসী বেগম জানান, রনিকে ফিরে পেয়ে আমরা সবাই খুশি। মাকে ছেড়ে শিশুটি পাঁচ মাস ভারতে আটক ছিল। এতে মা ও শিশু দু’জনই কষ্ট পেয়েছে।এ ব্যাপারে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা শিশু রনির ফিরে আসার খবরের সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটি ফিরে আসায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।নাজমুল হোসেন/বিএ

Advertisement