আন্তর্জাতিক

আরব আমিরাতে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৪

সংযুক্ত আরব আমিরাতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছে। শনিবার অগুস্টা ১৩৯ হেলিকপ্টারটি রাস আল খাইমাহ আমিরাতের জেবেল জাইস পর্বতে একটি উদ্ধার অভিযান চালানোর সময় বিধ্বস্ত হয়।

Advertisement

এটি বিশ্বের দীর্ঘতম জিপলাইনের কাছে উদ্ধারকাজে অংশ নিয়েছিল। আমিরাতের ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ সেন্টার জানিয়েছে, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে।

ভিডিও ফুটেজে হেলিকপ্টারটিকে পাক খেতে খেতে পড়ে যেতে দেখা গেছে। তারপরে পর্বতের ঢালে আগুন জ্বলতেও দেখা যায়।

তদন্ত চলমান থাকায় দেশটির পর্যটন কর্তৃপক্ষ স্থানীয় কর্তৃপক্ষকে জানিয়েছে, তারা দুর্ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করতে পারছে না। রাস আল খাইমার শাসক শেখ সৌদ বিন সাকর আল কাসিমি এই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।

Advertisement

ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ সেন্টার জানিয়েছে, দুর্ঘটনায় পাইলট সাকর সায়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ আল ইয়ামাহি, হামিদ মোহাম্মদ ওবায়েদ আল জাবি, নেভিগেটর জসিম আব্দুল্লাহ আলি তুনাইজি ও প্যারামেডিক মার্ক রক্সবার্গ নিহত হয়েছেন। এদের মধ্যে রক্সবার্গ দক্ষিণ আফ্রিকার নাগরিক।

টিটিএন/এমকেএইচ