গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দুর্গম চরে বিয়ে বাড়িতে হামলা চালিয়ে মোবাইল, নগদ টাকা, স্বর্ণাংকার ও গরু ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় বাধা দেয়ায় ডাকাতের ছোড়া গুলির আঘাতে আহত মো. ফরহাদ আলী মুন্সি (৪০) নামে মসজিদের এক ইমামের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামুন মিয়া (২৫) নামে আরো এক যুবক গুরুতর আহত হয়েছেন।ফুলছড়ি উপজেলার এরেণ্ডাবাড়ি ইউনিয়নের আনন্দবাড়ি চরের বাঙালপাড়া গ্রামের নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৭টার দিকে মারা যান ফরহাদ আলী। তিনি বাঙালপাড়া গ্রামের মৃত ফইম উদ্দিনের ছেলে এবং একই গ্রামের জামে মসজিদের ইমাম।এর আগে, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে একদল সশস্ত্র ডাকাতের ছোড়া গুলির আঘাতে ফরহাদ আলী মুন্সি (৪০) ও মামুন মিয়া (২৫) নামে এক যুবক গুরুতর আহত হন। আহত মামুন মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে ফরহাদ আলী মুন্সির বাড়িতে তার ছোট বোনের বিয়ের অনুষ্ঠান চলছিল। রাত ২টার দিকে একদল ডাকাত যমুনা নদীতে নৌকাযোগে এসে বিয়ের অনুষ্ঠানে হামলা করে। এসময় ডাকাতরা বন্দুকের মুখে বিয়ে বাড়ির বর-যাত্রী, কনে ও বরকে জিম্মি করে মোবাইল ফোন, নগদ টাকা, স্বর্ণাংকার এবং দুটি গরু লুট করে। পরে ডাকাতদল প্রতিবেশি আব্দুল আলিমের বাড়ি থেকেও পাঁচটি গরু ডকাতি করে নিয়ে যাচ্ছিল।এমন সময় স্থানীয় লোকজন একত্রিত হয়ে ডাকাতদের ঘিরে ফেললে ডাকাতদের সঙ্গে স্থানীয় লোকজনের ধস্তাধস্তি হয়। ডাকাতরা তাদের কাছে থাকা বন্দুকের পাঁচ রাউন্ড গুলি ছুড়ে সাতটি গরুর মধ্যে তিনটি গরু রেখে জিনিসপত্র নিয়ে নৌকা যোগে পালিয়ে যায়। এতে গুলিতে ফরহাদ মুন্সি ও মামুন মিয়া আহত হন। ফরহাদ মুন্সির বাম পায়ে গুলি লাগায় তাকে স্থনীয় ডাক্তার দিয়ে চিকিৎসা দেয়া হয় এবং মামুনকে শনিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়িতে ফরহাদ মুন্সির মৃত্যু হয়।এরেন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, এর দু’দিন আগে এই চর থেকে ১৬টি গরু ডাকাতরা নিয়ে গেছে।ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান জানান, ফরহাদ মুন্সির মৃত্যুর খবর পেয়ে মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কিন্তু ফুলছড়ি থেকে আনন্দবাড়ি চরের অবস্থান অনেক দূরে হওয়ায় রাত ১০টা পর্যন্ত পুলিশ ফিরে আসেনি। এ ঘটনায় নিহত ফরহাদ মুন্সির পরিবারের পক্ষ থেকে ফুলছড়ি থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।অমিত দাশ/বিএ
Advertisement