ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম বলেছেন, ধর্মনিরপেক্ষতা মানেই ধর্মহীনতা নয়। ধর্মনিরপেক্ষতা মানে হলো অন্য ধর্মের প্রতি সম্মান করা। প্রতিমন্ত্রী বলেন, ইসলাম পবিত্র ধর্ম, শান্তির ধর্ম। কিন্তু মৌলবাদী জামায়াত-শিবির ইসলামের ভুল ফতোয়া দিয়ে দেশে অরাজতা সৃষ্টি করে। এসব মৌলবাদীদের থেকে দূরে থাকবে হবে। আজ বাংলাদেশের নারীরা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক এগিয়ে। দেশে শিশু নির্যাতন খুবই লজ্জাজনক। জনসচেতনার মাধ্যমে এ শিশু নির্যাতন বন্ধ করতে হবে।শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের ‘জাতীয় শিশু নির্যাতন বিরোধী বিতর্ক-২০১৫’র প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তারানা হালিম তার বক্তব্যে, ২০১৭ সালের মধ্যে বঙ্গবন্ধু নভোযান উৎক্ষেপণের ব্যাপারে আশাব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।২০-২২ আগস্ট অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় আন্তঃবিভাগীয় বিতর্কে ৩৬টি বিভাগ অংশ নেয়। এতে দর্শন বিভাগ চ্যাম্পিয়ন ও ব্যবস্থাপনা বিভাগ রানার্সআপ হয়। তাদের বিতর্কের বিষয়ছিল ‘এই সংসদ মনে করে আমাদের সামাজিকিকরণ প্রক্রিয়া শিশুদের বিকাশে অনুকূল নয়’। বিজয়ীদল বিরোধী দলের ভূমিকায় বিতর্ক করে’।অন্যদিকে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় ১৬টি বিশ্ববিদ্যালয়। এতে নর্থসাউথ ইউনির্ভাসিটি চ্যাম্পিয়ন ও শেরেবাংলানগর কৃষি বিশ্ববিদ্যালয় রানার্সআপ হয়। তাদের বিতর্কের বিষয ছিল ‘এই সংসদ মনে করে সামস্টিক অর্থনীতির স্বার্থে শিশুশ্রমকে বৈধতা দেয়া উচিত’।বিজয়ী দল সরকারি দলের ভূমিকায় বিতর্ক করে। অন্যদিকে বারোয়ারি ও পাবলিক স্পেকিংয়ে বিজয়ীদের নামও ঘোষণা করা হয় এ অনুষ্ঠানে। প্রধান অতিথি-বিশেষ অতিথির পাশাপাশি সংগঠনটির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ বিজয়ীদের হাতে ক্রেস্ট ও ট্রফি তুলে দেন।হাফিজুর রহমান/বিএ
Advertisement