শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, গ্যাসভিত্তিক নতুন কোনো শিল্প-কারখানা স্থাপনের অবকাশ নেই। আমাদের দেশে গ্যাসের সংকট রয়েছে। গ্যাসের অভাবে সার কারখানাগুলো বন্ধ রয়েছে। গ্যাসভিত্তিক সরকারি প্রতিষ্ঠান যেখানে বন্ধ সেখানে, বেসরকারি পর্যায়ে নতুন করে কোনো গ্যাসভিত্তিক শিল্প-কারখানা স্থাপনের সুযোগ নেই।শুরু থেকে পরিকল্পিতভাবে গ্যাস ব্যবহার করা হয়নি বলেই আজ অতিদ্রুত আমাদের গ্যাসের সংকট সৃস্টি হয়েছে। তাই গ্যাসভিত্তিক শিল্পের চিন্তাভাবনা বাদ দিয়ে কয়লা এবং বিদ্যুতভিত্তিক শিল্প স্থাপনের দিকে মনোযোগ দিতে হবে।শনিবার দুপুরে বরিশাল নগরীর বরিশাল ক্লাবের অমৃত লাল দে মিলনায়তনে ‘বরিশাল বিভাগে অর্থনৈতিক ও শিল্প সম্ভাবনাবিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন শিল্পমন্ত্রী।ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এবং জার্মানভিত্তিক উন্নয়ন সংস্থা ফ্রেডরিক নুউম্যান ফাউন্ডেশেনের (এসএনএফ) যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।শিল্পমন্ত্রী বলেন, বরিশাল ও ভোলায় ৬০৪ একর জমি নিয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চল করা হবে। সেই সঙ্গে তালতলীতে জাহাজ ভাঙা শিল্প গড়ে তোলা হচ্ছে। এছাড়া ভোলার গ্যাসভিত্তিক ২৫০ মেগওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণ ও একটি সার কারখানা নির্মাণ করা হবে।একটি শিল্প-কারখানা স্থাপন করতে অন্তত তিন বছর লেগে যায়। এখন যদি বরিশাল অঞ্চলে কেউ শিল্প স্থাপনের কাজ শুরু করেন, সেটা শেষ হতে তিন বছর সময় লেগে যাবে। সেই কারখানা উৎপাদনে যেতে যেতেই পায়রা সমুদ্রবন্দর এবং পদ্মা সেতুও সচল হয়ে যাবে। তখন এর সুফল ভোগ করবে এ অঞ্চলের শিল্প মালিকরা।সেমিনারে সভাপতির বক্তব্যে এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ বলেন, বরিশাল অনেক ক্ষেত্রে এগিয়ে থাকলেও এখানে শিল্প কারখানা গড়ে ওঠেনি। বরিশালে প্রচুর সম্ভাবনা রয়েছে। কর্মসংস্থান ও অগ্রগতি করতে হলে এসব সম্ভাবনা কাজে লাগিয়ে ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে।সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল সদর আসনের এমপি জেবুন্নেছা আফরোজ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এফবিসিসিআই’র সিনিয়র সহসভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, জেলা চেম্বারের সভাপতি সাইদুর রহমান রিন্টু এবং মেট্রোপলিটন চেম্বারের সভাপতি নিজামউদ্দিনসহ বিভাগের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী।সাইফ আমীন/বিএ
Advertisement