জাতীয়

আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়

ইতিহাস সৃষ্টি করলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি। তারই নেতৃত্বে টানা তৃতীয়বারের মতো বিশাল জয় পেল মহাজোট।

Advertisement

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট নবম জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এবারও তার ধারাবাহিকতা রক্ষা করল। প্রতিদ্বন্দ্বী জোট ও দলগুলোকে পেছনে ফেলে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল মহাজোট।

প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ২৮৮টি আসনে (আওয়ামী লীগ ২৫৯, জাতীয় পার্টি ২০, ওয়ার্কার্স পার্টি ৩, জাসদ ২, বিকল্পধারা ২, তরিকত ফেডারেশন ১, জেপি ১ বেসরকারিভাবে জয়ী হয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। বিএনপি জোট অর্থাৎ জাতীয় ঐক্যফ্রন্ট পেয়েছে মাত্র সাতটি (বিএনপি ৫, গণফোরাম ২) আসন। স্বতন্ত্রসহ অন্যরা জয় পেয়েছেন ৩টি আসনে। ঘোষিত হয়নি পার্বত্য রাঙ্গামাটি (২৯৯) অঞ্চলের ফলাফল। এছাড়া গাইবান্ধা-৩ (পলাশবাড়ি-সাদুল্যাপুর) আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরী মারা গেলে এ আসনের ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। এ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে ২৭ জানুয়ারি।

ফলাফল প্রসঙ্গে রোববার সন্ধ্যায় আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম বলেন, ‘বাংলার জনগণের নিরঙ্কুশ সমর্থনে, এই স্বাধীন-সার্বভৌম নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এর সব কৃতিত্বের দাবিদার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি সরকারপ্রধান হয়েও স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে সংবিধানের বিধান অনুযায়ী কীভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে হয়, তার অনন্য নজির স্থাপন করেছেন।’

Advertisement

শেখ হাসিনাকে উদ্ধৃত করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইমাম আরও বলেন, ‘এখন কোনো আনন্দ মিছিল করার সময় নয়, এটি জাতি গড়ে তোলার উপযুক্ত সময়।’

যদিও নির্বাচনের ফলাফল পুরোপুরি প্রত্যাখ্যান করে নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে অবিলম্বে নতুন নির্বাচনের দাবি জানিয়েছে ঐক্যফ্রন্ট।

রোববার রাতে বেইলি রোডের বাসায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ড. কামাল হোসেন এ দাবি জানান।তিনি বলেন, দেশের সব আসন থেকে একই রকম ভোট ডাকাতির খবর এসেছে। এখন পর্যন্ত বিভিন্ন দলের শতাধিক প্রার্থী নির্বাচন বর্জন করেছেন। নির্বাচন কমিশনকে বলছি, এ নির্বাচন বাতিল করা হোক। আমরা ফলাফল প্রত্যাখ্যান করছি এবং নিরপেক্ষ সরকারের অধীনে অবিলম্বে নতুন নির্বাচনের দাবি জানাচ্ছি।

অন্যদিকে ‘এ নির্বাচন নিষ্ঠুর প্রহসন, ভবিষ্যতে জাতির জন্য বড় ক্ষতি হয়ে গেল’ উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘শীর্ষ নেতারা ঢাকার বাইরে থেকে আসার পর পরবর্তী করণীয় নির্ধারণে বৈঠক অনুষ্ঠিত হবে।’ আজ (সোমবার) বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হবে। সে সভা থেকে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলে জানা যায়।

Advertisement

একাদশ সংসদ নির্বাচনের প্রাপ্ত ফলাফলে দেখা যায়, গোপালগঞ্জ-৩ আসন থেকে দুই লাখ ৩২ হাজার ভোট পেয়ে রেকর্ড গড়েন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সেখানে বিএনপি প্রার্থী এস এম জিলানী পান মাত্র ১২৩টি ভোট।

গোপালগঞ্জ-৩ আসনের মতো বাকি আসনগুলোতে নৌকার প্রার্থীরা তাদের নিরঙ্কুশ বিজয় ধরে রাখেন। নিম্নে বেসরকারিভাবে ঘোষিত ২৯৮ আসনের জয়ী ও নিকটতম প্রার্থীদের প্রাপ্ত ভোটের সংখ্যা উল্লেখ করা হলো-

পঞ্চগড়-১

মাজহারুল হক প্রধান - বাংলাদেশ আওয়ামী লীগ ১,৭৫,৩৮৮ (বিজয়ী)নওশাদ জমির - বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)১,৩২,৫৩৯

পঞ্চগড়-২

নুরুল ইসলাম সুজন - বাংলাদেশ আওয়ামী লীগ বিজয়ী১,৬৭,১৬৪ফরহাদ হোসেন আজাদ - বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)১,১২,৪০৯

ঠাকুরগাঁও-১

বিজয়ী রমেশ চন্দ্র সেন- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,২৪,০৭৮মির্জা ফখরুল ইসলাম আলমগীর- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১,২৫,৯০৯

ঠাকুরগাঁও-২

বিজয়ী দবিরুল ইসলাম- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,২৪,৩১৬আবদুল হাকিম- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৪,৩২৮

ঠাকুরগাঁও-৩

ইয়াসিন আলী- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি- ৭০৯বিজয়ী জাহিদুর রহমান- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৮৭,১৬৫

দিনাজপুর-১

বিজয়ী মনোরঞ্জন শীল গোপাল- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,৯৮,৭৯২মোহাম্মদ হানিফ- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৭৮,৯২৮

দিনাজপুর-২

বিজয়ী খালিদ মাহমুদ চৌধুরী- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৩০,৪৪৬সাদিক রিয়াজ- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৩৯,২৪৭

দিনাজপুর-৩

বিজয়ী- ইকবালুর রহিম- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৩১,৭৭৬মো. খাইরুজ্জামান- ইসলামি আন্দোলন বাংলাদেশ- ৩৯,৫০০

দিনাজপুর-৪

বিজয়ী- আবুল হাসান মাহমুদ চৌধুরী- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৩২,১১২আখতারুজ্জামান মিয়া- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৬০,৮৭২

দিনাজপুর-৫

বিজয়ী মোস্তাফিজুর রহমান ফিজার- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,৯১,৪৯৮এ জেড এম রেজোয়ানুল হক- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১,২৮,১৯৯

দিনাজপুর-৬

বিজয়ী শিবলী সাদিক- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৮১,৮৯১আনোয়ারুল ইসলাম- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৬৯,৭৬৯

নীলফামারী-১

বিজয়ী আফতাব উদ্দিন সরকার- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,৮৮,৭৮৪রফিকুল ইসলাম- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৮৮,৯৯১

নীলফামারী-২

বিজয়ী আসাদুজ্জামান নূর- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,৭৮,০৩০মনিরুজ্জামান মন্টু- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৮০,২৮৩

নীলফামারী-৩

আজিজুল ইসলাম- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৪৪,০৯৩বিজয়ী রানা মোহাম্মদ সোহেল- জাতীয় পার্টি (জাপা)- ১,৩৭,৫৩৮

নীলফামারী-৪

বিজয়ী আহসান আদেলুর রহমান- জাতীয় পার্টি (জাপা)- ২,৩৬,৯৩০শহিদুল ইসলাম- ইসলামি আন্দোলন বাংলাদেশ- ২৭,২৯৪

লালমনিরহাট-১

বিজয়ী মোতাহার হোসেন- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৬৪,০৩১হাসান রাজীব প্রধান- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১২,০০৩

লালমনিরহাট-২

বিজয়ী নুরুজ্জামান আহমেদ- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,৯৯,৬৪৯রোকন উদ্দিন বাবুল- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৭৩,৫৩৩

লালমনিরহাট-৩

আসাদুল হাবিব দুলু- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৭৮,১৩৩বিজয়ী জি এম কাদের- জাতীয় পার্টি (জাপা)- ১,১২,৬৬৫

রংপুর-১

শাহ রহমত উল্যাহ- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১৯,৪৯৩বিজয়ী মসিউর রহমান রাঙ্গা- জাতীয় পার্টি (জাপা)- ১,৯৮,৯১৪

রংপুর-২

বিজয়ী আহসানুল হক চৌধুরী- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,১৮,৩৬৮মোহাম্মদ আলী সরকার- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৫৩,৩৪০

রংপুর-৩

বিজয়ী এইচ এম এরশাদ- জাতীয় পার্টি (জাপা)- ১,৪২,৯২৬রিটা রহমান- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৫৩,০৮৯

রংপুর-৪

বিজয়ী টিপু মুনশি- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,৯৯,৯৭৪এমদাদুল হক ভরসা- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১,০৪,১৭০

রংপুর-৫

বিজয়ী এইচ এন আশিকুর রহমান- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৫৫,১৪৯শাহ সোলায়মান আলম- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৬৩,৪৬৯

রংপুর-৬

বিজয়ী শিরীন শারমিন চৌধুরী- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৩৪,৪২৬সাইফুল ইসলাম- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ২৪,০৫৩

কুড়িগ্রাম-১

সাইফুর রহমান রানা- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১,১৯,২২৭বিজয়ী আছলাম হোসেন সওদাগর- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,২৩,৪৭৮

কুড়িগ্রাম-২

বিজয়ী পনির উদ্দিন আহমেদ- জাতীয় পার্টি (জাপা)- ২,২৯,৬৬৪আমসা আমিন- গণফোরাম- ১,০৪,৩০২

কুড়িগ্রাম-৩

বিজয়ী এম এ মতিন- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,৩১,৯০১তাজভীর উল ইসলাম- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৬৯,২৮৫

কুড়িগ্রাম-৪

বিজয়ী জাকির হোসেন- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,৬২,৩৮৬আজিজুর রহমান- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৫৫,১৮৯

গাইবান্ধা-১

মাজেদুর রহমান- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৬৫,১৭৩বিজয়ী শামীম হায়দার পাটোয়ারি- জাতীয় পার্টি (জাপা)- ১,৯৭,৫৮৫

গাইবান্ধা-২

বিজয়ী মাহাবুব আরা বেগম গিনি- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,৮৯,৬১৭আবদুর রশিদ সরকার- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৬৮,৬৭০

গাইবান্ধা-৪

বিজয়ী মনোয়ার হোসেন চোধুরী- বাংলাদেশ আওয়ামী লীগ- ৩,০৮,০৬০কাজী মো. মশিউর রহমান- জাতীয় পার্টি (জাপা)- ৫,৭১৭

গাইবান্ধা-৫

বিজয়ী ফজলে রাব্বী মিয়া- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৪২,৮৬১ফারুক আলম সরকার- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১৯,৯৯৬

জয়পুরহাট-১

বিজয়ী সামছুল আলম দুদু- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৩৬,৩১৭আলেয়া বেগম- স্বতন্ত্র- ৩,০১৭

জয়পুরহাট-২

বিজয়ী আবু সাঈদ আল মাহমুদ স্বপন- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৩১,২৮৫আবু ইউসুফ মো. খলিলুর রহমান- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ২৫,৬৫১

বগুড়া-১

বিজয়ী আবদুল মান্নান- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৬৭,৯৪৭কাজী রফিকুল ইসলাম- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১৬,৬৯০

বগুড়া-২

মাহমুদুর রহমান মান্না- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৫৯,৭১৩বিজয়ী শরিফুল ইসলাম জিন্নাহ- জাতীয় পার্টি (জাপা)- ১,৭৮,১৮২

বগুড়া-৩

আবদুল মহিত তালুকদার- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৫৮,৬৪৪বিজয়ী নুরুল ইসলাম তালুকদার- জাতীয় পার্টি (জাপা)- ১,৫৭,৭৫৮

বগুড়া-৪

বিজয়ী মোশারফ হোসেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১,২৮,৫৮৫রেজাউল করিম তানসেন- জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)- ৮৬,০৪৮

বগুড়া-৫

বিজয়ী হাবিবর রহমান- বাংলাদেশ আওয়ামী লীগ- ৩,৩১,৫৪৬জি এম সিরাজ- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৪৯,৭৪০

বগুড়া-৬

বিজয়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীর- বিএনপি- ২,০৬,৯৮৭নূরুল ইসলাম ওমর- জাতীয় পার্টি (জাপা)- ৩৯,৯৬১

বগুড়া-৭

বিজয়ী রেজাউল করিম বাবলু- স্বতন্ত্র- ১,৮৯,০৩৮ ফেরদৌস আরা খান- স্বতন্ত্র- ৬৫,২৯২

চাঁপাইনবাবগঞ্জ-১

বিজয়ী সামিল উদ্দিন- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,৮০,০৭৮শাহজাহান মিঞা- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-১,৬৩,৬৫০

চাঁপাইনবাবগঞ্জ-২

জিয়াউর রহমান- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,৩৯,৯৫২বিজয়ী আমিনুল ইসলাম- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১,৭৫,৪৬৬

চাঁপাইনবাবগঞ্জ-৩

আবদুল ওদুদ- বাংলাদেশ আওয়ামী লীগ- ৮৫,৯৩৮বিজয়ী হারুনুর রশিদ- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১,৩৩,৬৬১

নওগাঁ-১

বিজয়ী সাধন চন্দ্র মজুমদার- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,৮৭,৫৯২ছালেক চৌধুরী- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১,৪১,৩৬৪

নওগাঁ-২

বিজয়ী শহিদুজ্জামান সরকার- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,৯৯,৮৭৪সামসুজ্জোহা খান- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৯৯,৯৫৪

নওগাঁ-৩

বিজয়ী ছলিম উদ্দীন তরফদার- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,৯৯,৭৯৩পারভেজ আরেফিন সিদ্দিকি- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১,০০,১৪২

নওগাঁ-৪

বিজয়ী ইমাজউদ্দিন প্রামাণিক- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,৬৬,৪৬২সামসুল আলম প্রামাণিক- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৪৯,৯৭১

নওগাঁ-৫

বিজয়ী নিজাম উদ্দিন জলিল- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,৫৬,৯৬৫জাহিদুল ইসলাম ধলু- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৮৩,৭৫৯

নওগাঁ-৬

বিজয়ী ইসরাফিল আলম- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,৯০,৪২৯আলমগীর কবির- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৪৬,১৫৪

রাজশাহী-১

বিজয়ী ওমর ফারুক চৌধুরী- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,০৩,৪৭৮আমিনুল হক- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১৮,০৯৮

রাজশাহী-২

মিজানুর রহমান মিনু- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১,০৩,৩২৭বিজয়ী ফজলে হোসেন বাদশা- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি- ১,১৫,৪৫৩

রাজশাহী-৩

বিজয়ী আয়েন উদ্দিন- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,১১,৩৮৮শফিকুল হক মিলন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৮০,৮০৬

রাজশাহী-৪

বিজয়ী এনামুল হক- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,৯০,৪১২আবু হেনা- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১৪,১৫৭

রাজশাহী-৫

বিজয়ী মনসুর রহমান- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,৮৭,৩৭০অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ২৮,৬২৭

রাজশাহী-৬

বিজয়ী শাহরিয়ার আলম- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৬০,০০০আবদুস সালাম সুরুজ- ইসলামি আন্দোলন বাংলাদেশ- ২৫,৪৩২

নাটোর-১

বিজয়ী শহিদুল ইসলাম বকুল- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৪৪,৮১৪কামরুন নাহার- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১৪,৮৭৯

নাটোর-২

বিজয়ী শফিকুল ইসলাম শিমুল- বাংলাদেশ আওয়ামী লীগ- ৩,৬০,৫০৩সাবিনা ইয়াসমিন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১৩,৪৫৯

নাটোর-৩

বিজয়ী জুনাইদ আহমেদ পলক- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৩০,২৯৬দাউদার মাহমুদ- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৮,৫৯৩

নাটোর-৪

বিজয়ী আবদুল কুদ্দুস- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৮৬,২৬৩আলা উদ্দিন মৃধা- জাতীয় পার্টি (জাপা)- ৬,৯৭৯

সিরাজগঞ্জ-১

বিজয়ী মোহাম্মদ নাসিম- বাংলাদেশ আওয়ামী লীগ- ৩,২৪,৪২৪রুমানা মোর্শেদ কনকচাঁপা- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১,০১৮

সিরাজগঞ্জ-২

বিজয়ী হাবিবে মিল্লাত- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৯৪,৮০৫রুমানা মাহমুদ- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১৩,৭২৮

সিরাজগঞ্জ-৩

বিজয়ী আবদুল আজিজ- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৯৭,৬০০আবদুল মান্নান তালুকদার- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ২৬,২০০

সিরাজগঞ্জ-৪

বিজয়ী আবদুল মমিন মন্ডল- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৫৯,৮৬২আমিরুল ইসলাম খান- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ২৭,৭১৭

সিরাজগঞ্জ-৬

বিজয়ী হাসিবুর রহমান স্বপন- বাংলাদেশ আওয়ামী লীগ- ৩,৩৫,৭৫৯এম এ মুহিত- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১৪,৬৯৭

পাবনা-১

বিজয়ী শামসুল হক টুকু - বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৮২,৯৯২আবু সাইয়িদ - বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১৫,৩৯১

পাবনা-২

বিজয়ী আহমেদ ফিরোজ কবির- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৪২,৩৩৮এ কে এম সেলিম রেজা হাবিব- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৫,৩৭৯

পাবনা-৩

বিজয়ী মকবুল হোসেন- বাংলাদেশ আওয়ামী লীগ- ৩,০১,৯৬৮কে এম আনোয়ারুল ইসলাম- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৫৬,৮২০

পাবনা-৪

বিজয়ী শামসুর রহমান শরীফ- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৪৯,৫৯৯হাবিবুর রহমান হাবিব- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৪৮,৭৯৯

পাবনা-৫

বিজয়ী গোলাম ফারুক খন্দকার প্রিন্স- বাংলাদেশ আওয়ামী লীগ- ৩,২১,৪৩৮ইকবাল হোসেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ২০,৬৫৮

মেহেরপুর-১

বিজয়ী ফরহাদ হোসেন- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,৯৭,০৯৭মাসুদ অরুণ- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১৪,১৯৩

মেহেরপুর-২

বিজয়ী মো. শহিদুজ্জামান- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,৬৯,৩০১জাভেদ মাসুদ- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৭,৭৯২

কুষ্টিয়া-১

বিজয়ী আ ক ম সারোয়ার জাহান- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৭৭,১৭৪রেজা আহাম্মেদ- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৩,৪২০

কুষ্টিয়া-২

বিজয়ী হাসানুল হক ইনু- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৮২,৬২২আহসান হাবিব লিংকন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৩৫,৭৫১

কুষ্টিয়া-৩

বিজয়ী মাহবুবুল আলম হানিফ - বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৯৬,৫৯২জাকির হোসেন সরকার- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১৪,৩৭৯

কুষ্টিয়া-৪

বিজয়ী সেলিম আলতাফ জর্জ- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৭৮,৮৬৪সৈয়দ মেহেদী আহমেদ রুমি- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১২,৩১৯

চুয়াডাঙ্গা-১

বিজয়ী সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন- বাংলাদেশ আওয়ামী লীগ- ৩,২৫,২৩৪মো. শরীফুজ্জামান- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ২৪,৪০৩

চুয়াডাঙ্গা-২

বিজয়ী আলী আজগার- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৯৯,১৬০মাহমুদ হাসান খান- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ২৭,১৩০

ঝিনাইদহ-১

বিজয়ী আবদুল হাই- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,০২,২৩৮মো. আসাদুজ্জামান- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৬,৬৬২

ঝিনাইদহ-২

বিজয়ী তাহজীব আলম সিদ্দিকী- বাংলাদেশ আওয়ামী লীগ- ৩,২৫,৮৮৬ফখরুল ইসলাম- ইসলামি আন্দোলন বাংলাদেশ- ৯,২৯৩

ঝিনাইদহ-৩

বিজয়ী শফিকুল আজম খান- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৪২,৫৩২মতিয়ার রহমান- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৩২,২৪৯

ঝিনাইদহ-৪

বিজয়ী আনোয়ারুল আজীম আনার- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,২৬,৫৭০সাইফুল ইসলাম ফিরোজ- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৯,৪৪২

যশোর-১

বিজয়ী শেখ আফিল উদ্দিন- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,১১,৪৪৩মফিকুল হাসান তৃপ্তি- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৪,৯৮১

যশোর-২

বিজয়ী নাসির উদ্দিন- বাংলাদেশ আওয়ামী লীগ- ৩,২৫,৭৯৩আবু সাঈদ মুহাম্মদ শাহাদৎ হুসাইন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১৩,৯৪০

যশোর-৩

বিজয়ী কাজী নাবিল আহমেদ- বাংলাদেশ আওয়ামী লীগ- ৩,৬১,৩৩৩অনিন্দ্য ইসলাম অমিত- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৩১,৭১০

যশোর-৪

বিজয়ী রণজিত কুমার রায়- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৭২,১৬৭টি এস আইয়ুব- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৩০,৮৭৪

যশোর-৫

বিজয়ী স্বপন ভট্টাচার্য্য- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৪২,৮৫৬মুহাম্মদ ওয়াক্কাস- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ২৪,৬২১

যশোর-৬

বিজয়ী ইসমাত আরা সাদেক- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,৫৬,৫০৩আবুল হোসেন আজাদ- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৫,৬৭৩

মাগুরা-১

বিজয়ী সাইফুজ্জামান শিখর- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৭৪,১৩০মনোয়ার হোসেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১৬,৪৬৭

মাগুরা-২

বিজয়ী বীরেন শিকদার- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৩০,১১২নিতাই রায় চৌধুরী- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৬৫,৮২৮

নড়াইল-১

বিজয়ী কবিরুল হক- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,৩৮,৫২৯বিশ্বাস জাহাঙ্গীর আলম- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৮,৯১৯

নড়াইল-২

বিজয়ী মাশরাফি বিন মুর্তজা- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৭১,২১০এ জেড এম ফরিদুজ্জামান- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৭,৮৮৩

বাগেরহাট-১

বিজয়ী শেখ হেলাল উদ্দীন- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৫৩,২৪১শেখ মাসুদ রানা- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১১,৩৪৯

বাগেরহাট-২

বিজয়ী শেখ তন্ময়- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,২০,৯১২এম এ সালাম- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৪,৫৯০

বাগেরহাট-৩

বিজয়ী মোজাম্মেল হোসেন- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৪৭,৮৬৫আবদুল আলীম- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ২,২৫১আ. মজিদ হাওলাদার- ইসলামি আন্দোলন বাংলাদেশ- ২,৩৯৫

খুলনা-১

বিজয়ী পঞ্চানন বিশ্বাস- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,৭২,০৫৯আমীর এজাজ খান- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ২৮,৪৩৭

খুলনা-২

বিজয়ী শেখ সালাহউদ্দিন জুয়েল- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,১২,১০০নজরুল ইসলাম মঞ্জু - বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ২৭,৩৭৯

খুলনা-৩

বিজয়ী মন্নুজান সুফিয়ান- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,৩৪,৮০৬রকিবুল ইসলাম- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ২৩,৬০৬

খুলনা-৪

বিজয়ী আবদুস সালাম মুশের্দী- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,২৩,২১৪আজিজুল বারী হেলাল- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১৪,১৮৭

খুলনা-৫

বিজয়ী নারায়ণ চন্দ্র চন্দ- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৩১,৭২৫মিয়া গোলাম পরওয়ার- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৩২,৯৫৯

খুলনা-৬

বিজয়ী আকতারুজামান বাবু- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৮৪,৩৪৯আবুল কালাম আজাদ- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১৯,২৫৭

সাতক্ষীরা-১

বিজয়ী মুস্তফা লুৎফুল্লাহ- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি- ৩,৩১,৫৪১হাবিবুল ইসলাম হাবিব- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১৬,৮০৪

সাতক্ষীরা-২

বিজয়ী মীর মোশতাক আহমেদ রবি- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,৫৫,৬১১মুহাম্মাদ আব্দুল খালেক- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ২৭,৭১১

সাতক্ষীরা-৩

বিজয়ী আ ফ ম রুহুল হক- বাংলাদেশ আওয়ামী লীগ- ৩,০৪,৩৩৬শহিদুল আলম- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ২৪,৩৫৩

সাতক্ষীরা-৪

বিজয়ী এস এম জগলুল হায়দার- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৩৮,৩৮৭জি এম নজরুল ইসলাম- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৩০,৪৮৬

বরগুনা-১

বিজয়ী ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ- বাংলাদেশ আওয়ামী লীগ- ৩,১৭,৬২২মতিয়ার রহমান তালুকদার- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১৫,৮৫০

বরগুনা-২

বিজয়ী শওকত হাচানুর রহমান রিমন- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,০০,৩২৫খন্দকার মাহবুব হোসেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৯,৫১৮

পটুয়াখালী-১

বিজয়ী শাহজাহান মিয়া- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৭০,৯৭০আলতাফ হোসেন চৌধুরী- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১০,৩৬৯আলতাফুর রহমান- ইসলামি আন্দোলন বাংলাদেশ- ১৫,১০৩

পটুয়াখালী-২

বিজয়ী আ স ম ফিরোজ- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,৮৫,৭৮৩সালমা আলম- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৫,৬৬০নজরুল ইসলাম- ইসলামি আন্দোলন বাংলাদেশ- ৯,২৬৭

পটুয়াখালী-৩

বিজয়ী এস এম শাহাজাদা- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,১৫,৫৭৯গোলাম মাওলা রনি- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৬,১৭৬

পটুয়াখালী-৪

বিজয়ী মুহিব্বুর রহমান মুহিব- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,৮৮,৮১২এ বি এম মোশারেফ হোসেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৬,১৮৫

ভোলা-১

বিজয়ী তোফায়েল আহমেদ- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৪২,০১৭গোলাম নবী আলমগীর- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৭,২২৪

ভোলা-২

বিজয়ী আলী আজম- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,২৬,১২৪হাফিজ ইব্রাহীম- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১৩,৯৯৯

ভোলা-৩

বিজয়ী নুরুন্নবী চৌধুরী- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৫০,৪১১হাফিজ উদ্দিন আহমেদ- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ২,৫০২

ভোলা-৪

বিজয়ী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৯৯,১৫০নাজিম উদ্দিন আলম- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৫,০৪৭

বরিশাল-১

বিজয়ী আবুল হাসানাত আব্দুল্লাহ- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,০৫,৫০২জহির উদ্দিন স্বপন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১,৩০৫

বরিশাল-২

বিজয়ী শাহে আলম- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,১২,৩৪৪সরদার সরফুদ্দিন আহমেদ- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১১,১৩৭

বরিশাল-৩

বিজয়ী গোলাম কিবরিয়া টিপু- জাতীয় পার্টি (জাপা)- ৫৪,৭৭৮জয়নুল আবেদীন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৪৭,২৮৭

বরিশাল-৪

বিজয়ী পংকজ নাথ- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৪১,০০৩জে.এম. নুরুর রহমান জাহাঙ্গীর- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৯,২৮২

বরিশাল-৫

বিজয়ী জাহিদ ফারুক- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,১৫,০৮০মজিবুর রহমান সরওয়ার- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৩১,৩৬২

বরিশাল-৬

বিজয়ী নাসরিন জাহান রতনা- জাতীয় পার্টি (জাপা)- ১,৫৯,৩৯৮আবুল হোসেন খান- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১৩,৬৫৮

ঝালকাঠী-১

বিজয়ী বজলুল হক হারুন- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,৩১,৫২৫শাহজাহান ওমর- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৬,১৫১

ঝালকাঠী-২

বিজয়ী আমির হোসেন আমু- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,১৪,৯৩৭জীবা আমিনা খান- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৫,৯৮২

পিরোজপুর-১

বিজয়ী শ. ম. রেজাউল করিম- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৩৭,৬১০শামীম সাঈদী- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-৮,৩১৬

পিরোজপুর-২

বিজয়ী আনোয়ার হোসেন- জাতীয় পার্টি (জেপি)- ১,৮৯,৪২৫মুস্তাফিজুর রহমান- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৬,৩২৬

পিরোজপুর-৩

বিজয়ী রুস্তম আলী ফরাজী- জাতীয় পার্টি (জাপা)- ১,৩৫,৩১০রুহুল আমীন দুলাল- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৭,৬৯৮

টাঙ্গাইল-১

বিজয়ী আবদুর রাজ্জাক- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৭৯,৬৮৭শহীদুল ইসলাম- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ২৬,৪০৬

টাঙ্গাইল-২

বিজয়ী তানভীর হাসান- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৯৩,৩৭২সুলতান সালাউদ্দিন টুকু- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১১,৯২৬

টাঙ্গাইল-৩

বিজয়ী আতাউর রহমান খান- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৩৮,৯৫১লুতফর রহমান খান আজাদ- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৮,৫৭০

টাঙ্গাইল-৪

বিজয়ী হাসান ইমাম খান- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,২৪,০১২লিয়াকত আলী- কৃষক শ্রমিক জনতা লীগ- ৩৪,৩৮৮

টাঙ্গাইল-৫

বিজয়ী ছানোয়ার হোসেন- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,৬১,৮০০মাহমুদুল হাসান- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৭৮,৩৪৮

টাঙ্গাইল-৬

বিজয়ী আহসালুন ইসলাম টিটু- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৮৫,৩০৫গৌতম চক্রবর্তী- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৪০,৩২৪

টাঙ্গাইল-৭

বিজয়ী একাব্বর হোসেন- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,৬১,৫১৭আবুল কালাম আজাদ সিদ্দিকী- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৮৪,১৫৪

টাঙ্গাইল-৮

বিজয়ী জোয়াহেরুল ইসলাম- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,০৭,৭৬৬কুড়ি সিদ্দিকী- কৃষক শ্রমিক জনতা লীগ- ৭০,২০৯

জামালপুর-১

বিজয়ী আবুল কালাম আজাদ- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৭৪,৬০৫আ. মজিদ- ইসলামি আন্দোলন বাংলাদেশ- ৫,২২৪

জামালপুর-২

বিজয়ী ফরিদুল হক খান দুলাল- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,৮০,৪১৮সুলতান মাহমুদ বাবু- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১৬,৭২১

জামালপুর-৩

বিজয়ী মির্জা আজম- বাংলাদেশ আওয়ামী লীগ- ৩,৮৫,১১৩মোস্তাফিজুর রহমান বাবুল- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৪,৬৭৭

জামালপুর-৪

বিজয়ী মুরাদ হাসান- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,১৭,১৯৮মোখলেছুর রহমান- জাতীয় পার্টি (জাপা)- ১,৫৯৩

জামালপুর-৫

বিজয়ী মোজাফফর হোসেন- বাংলাদেশ আওয়ামী লীগ- ৩,৭৩,৯০৯শাহ মো. ওয়ারেছ আলী মামুন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৩০,৯৭৪

শেরপুর-১

বিজয়ী আতিউর রহমান আতিক- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৮৭,৪৫২সানসিলা জেবরিন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ২৭,৬৪৩

শেরপুর-২

বিজয়ী মতিয়া চৌধুরী- বাংলাদেশ আওয়ামী লীগ- ৩,০০,৪৪২ফাহিম চৌধুরী- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৭,৬৫২

শেরপুর-৩

বিজয়ী এ কে এম ফজলুল হক- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৫১,৯৩৬মাহমুদুল হক রুবেল- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১২,৪৯১

ময়মনসিংহ-১

বিজয়ী জুয়েল আরেং- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৫৮,৯২৩আলী আজগর- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ২৮,৬৩৮

ময়মনসিংহ-২

বিজয়ী শরীফ আহমেদ- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৯৩,৩৮৯শাহ্ শহীদ সরোয়ার- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৬২,৩২৪

ময়মনসিংহ-৩

বিজয়ী নাজিমুদ্দীন আহমেদ- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,৫৯,৩০০এম ইকবাল হোসেইন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ২৪,৫১৯

ময়মনসিংহ-৪

বিজয়ী রওশন এরশাদ- জাতীয় পার্টি (জাপা)- ২,৪৩,৪৯৭আবু ওহাব আকন্দ- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১,০৩,৯৫০

ময়মনসিংহ-৫

বিজয়ী কে এম খালিদ- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৩২,৫৬৬জাকির হোসেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ২২,২০৩

ময়মনসিংহ-৬

বিজয়ী মোসলেম উদ্দিন- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৪০,৫৮৫শামছ উদ্দীন আহমেদ- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৩২,৩৩২

ময়মনসিংহ-৭

বিজয়ী রুহুল আমিন মাদানী- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,০৪,৭৩৪মাহবুবুর রহমান- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৩৬,৪০৮

ময়মনসিংহ-৮

বিজয়ী ফখরুল ইমাম- জাতীয় পার্টি (জাপা)- ১,৫৬,৭৬৯এ এইচ এম খালেকুজ্জামান- গণফোরাম- ৩৪,০৬৩

ময়মনসিংহ-৯

বিজয়ী আনোয়ারুল আবেদীন খান- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,২৭,২৭৩খুররম খান চৌধুরী- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ২০,৮৬০

ময়মনসিংহ-১০

বিজয়ী ফাহমী গোলন্দাজ বাবেল- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৮১,২৩০সৈয়দ মাহমুদ মোরশেদ- লিবারেল ডেমোক্রেটিক পার্টি- ৩,১৭৫

ময়মনসিংহ-১১

বিজয়ী কাজিমুদ্দীন আহমেদ- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,২২,২৪৮ফখর উদ্দিন আহমেদ- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ২৭,২৭৭

নেত্রকোনা-১

বিজয়ী মানু মজুমদার- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৬০,৩২০কায়সার কামাল- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১৩,৭২৩

নেত্রকোনা-২

বিজয়ী আশরাফ আলী খান খসরু- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৮৩,৪৯৬আনোয়ারুল হক- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৩০,৫৭৩

নেত্রকোনা-৩

বিজয়ী অসীম কুমার উকিল- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৭০,০৭০রফিকুল ইসলাম হিলালী- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৭,০২৭

নেত্রকোনা-৪

বিজয়ী রেবেকা মমিন- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,০৪,৭৯৫তাহমিনা জামান- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৩৭,৬০৫

নেত্রকোনা-৫

বিজয়ী ওয়ারেসাত হোসেন বেলাল- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,৬৭,৫৬২আবু তাহের তালুকদার- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১৫,৫৪২

কিশোরগঞ্জ-১

বিজয়ী সৈয়দ আশরাফুল ইসলাম- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৫৮,৭৪৬রেজাউল করিম খান- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৭১,৫৭৮

কিশোরগঞ্জ-২

বিজয়ী নূর মোহাম্মদ- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৯৯,২৪৩মো. আকতারুজ্জামান- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৫৪,৪০৫

কিশোরগঞ্জ-৩

বিজয়ী মুজিবুল হক- জাতীয় পার্টি (জাপা)- ২,৩৯,৫৩৪সাইফুল ইসলাম- জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)- ৩২,১৩৮

কিশোরগঞ্জ-৪

বিজয়ী রেজওয়ান আহাম্মদ তৌফিক- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৫৮,৬৮২ফজলুর রহমান- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৪,৯৩৬

কিশোরগঞ্জ-৫

বিজয়ী আফজাল হোসেন- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,০২,৮৭৬শেখ মজিবুর রহমান ইকবাল- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ২৯,১৫০

কিশোরগঞ্জ-৬

বিজয়ী নাজমুল হাসান- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,৫৯,১৭৫শরিফুল আলম- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৮,৯১৪

মানিকগঞ্জ-১

বিজয়ী নাঈমুর রহমান দুর্জয়- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৫১,৯৫৫আবদুল হামিদ ডাবলু- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৫৬,২৮২

মানিকগঞ্জ-২

বিজয়ী মমতাজ বেগম- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৭৮,৪৩৭মাঈনুল ইসলাম খান- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৫০,০৩৪

মানিকগঞ্জ-৩

বিজয়ী জাহিদ মালেক স্বপন- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,২৬,০৯৬মফিজুল ইসলাম খান কামাল- গণফোরাম- ৩০,৩৮১

মুন্সীগঞ্জ-১

বিজয়ী মাহী বি চৌধুরী- বিকল্পধারা বাংলাদেশ- ২,৮৬,৬৮১শাহ মোয়াজ্জেম হোসেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৪৪,৮৮৮

মুন্সীগঞ্জ-২

বিজয়ী সাগুফতা ইয়াসমিন এমিলি- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,১৫,৩৮৫মিজানুর রহমান সিনহা- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১৪,০৬৫

মুন্সীগঞ্জ-৩

বিজয়ী মৃণাল কান্তি দাস- বাংলাদেশ আওয়ামী লীগ- ৩,১৩,৩৫৮আবদুল হাই- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১২,৭৩৬

ঢাকা-১

বিজয়ী সালমান এফ রহমান- বাংলাদেশ আওয়ামী লীগ- ৩,০৩,৯৯৩সালমা ইসলাম- স্বতন্ত্র- ৩৭,৮৭৪

ঢাকা-২

বিজয়ী কামরুল ইসলাম- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৬৬,৬৯৫ইরফান ইবনে আমান অমি- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৩২,৪৯০

ঢাকা-৩

বিজয়ী নসরুল হামিদ- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,১৯,৬৩১গয়েশ্বর চন্দ্র রায়- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১৬,৬১২

ঢাকা-৪

বিজয়ী সৈয়দ আবু হোসেন- জাতীয় পার্টি (জাপা)- ১,০৬,৯৫৯সালাহ উদ্দিন আহমেদ- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৩৩,১১৭

ঢাকা-৫

বিজয়ী হাবিবুর রহমান মোল্লা- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,০২,০৮৩নবীউল্লা নবী- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৬৭,৫৭২

ঢাকা-৬

বিজয়ী কাজী ফিরোজ রশীদ- জাতীয় পার্টি (জাপা)- ৯৩,৫৫২সুব্রত চৌধুরী- গণফোরাম- ২৩,৬৯০

ঢাকা-৭

বিজয়ী মো. সেলিম- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,৭৩,৬৮৭মোস্তফা মোহসীন মন্টু – গণফোরাম- ৫১,৬৭২

ঢাকা-৮

রাশেদ বিজয়ী খান মেনন- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি- ১,৩৯,৫৩৮মির্জা আব্বাস- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৩৮,৭১৭

ঢাকা-৯

বিজয়ী সাবের হোসেন চৌধুরী- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,২৪,২৩০আফরোজা আব্বাস- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৫৯,১৬১

ঢাকা-১০

বিজয়ী শেখ ফজলে নূর তাপস- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,৬৮,১৭২আবদুল মান্নান- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৪৩,৮৩১

ঢাকা-১১

বিজয়ী এ কে এম রহমতুল্লাহ- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,৮৬,৬৮১শামীম আরা- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৫৪,৭২১

ঢাকা-১২

বিজয়ী আসাদুজ্জামান খাঁন- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,৯১,৮৯৫সাইফুল আলম নীরব- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৩২,৬৭৮

ঢাকা-১৩

বিজয়ী সাদেক খান- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,০৩,১৬৩আবদুস সালাম- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৪৭,২৩২

ঢাকা-১৪

বিজয়ী আসলামুল হক- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,৯৭,১৩০সৈয়দ আবু বকর সিদ্দিক- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৫৪,৯৮১

ঢাকা-১৫

বিজয়ী কামাল আহমেদ মজুমদার- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,৭৫,১৬৫শফিকুর রহমান- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৩৯,০৭১

ঢাকা-১৬

বিজয়ী ইলিয়াস উদ্দিন মোল্লাহ- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,৭৫,৫০৬আহসান উল্লাহ হাসান- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৫০,৫৩৫

ঢাকা-১৭

বিজয়ী আকবর হোসেন পাঠান ফারুক- বাংলাদেশ আওয়ামী লীগ-১,৬৪,৬১০আন্দালিভ রহমান- বাংলাদেশ জাতীয় পার্টি- ৩৮,৬৩৯

ঢাকা-১৮

বিজয়ী সাহারা খাতুন- বাংলাদেশ আওয়ামী লীগ- ৩,০২,০০৬শহীদ উদ্দিন মাহমুদ- জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)- ৭১,৭৯২

ঢাকা-১৯

বিজয়ী এনামুর রহমান- বাংলাদেশ আওয়ামী লীগ- ৪,৮৮,৯৮১দেওয়ান মো. সালাউদ্দিন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৬৯,৪১০

ঢাকা-২০

বিজয়ী বেনজির আহমেদ- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৫৯,৭৮৭আব্দুল মান্নান- ইসলামি আন্দোলন বাংলাদেশ- ৭,২৬৮

গাজীপুর-১

বিজয়ী আ ক ম মোজাম্মেল হক- বাংলাদেশ আওয়ামী লীগ- ৪,০১,৫৩৬চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৯২,৩৭০

গাজীপুর-২

বিজয়ী জাহিদ আহসান রাসেল- বাংলাদেশ আওয়ামী লীগ- ৪,১৪,৩৭৩সালাহ উদ্দিন সরকার- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১,০১,৮৫৮

গাজীপুর-৩

বিজয়ী ইকবাল হোসেন সবুজ- বাংলাদেশ আওয়ামী লীগ- ৩,৪৩,৩২০ইকবাল সিদ্দিকী- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৩৭,৭৮৬

গাজীপুর-৪

বিজয়ী সিমিন হোসেন রিমি- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,০৩,২৫৮শাহ রিয়াজুল হান্নান- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১৮,৫৮২

গাজীপুর-৫

বিজয়ী মেহের আফরোজ চুমকি- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,০৭,৬৯৯এ কে এম ফজলুল হক মিলন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ২৭,৯৭৬

নরসিংদী-১

বিজয়ী নজরুল ইসলাম- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৭১,০৪৮খায়রুল কবির খোকন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ২৪,৬৮৪

নরসিংদী-২

বিজয়ী আনোয়ারুল আশরাফ খান- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,৭৬,৩৩৮মঈন খান- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)৭,৩৬০

নরসিংদী-৩

বিজয়ী জহিরুল হক ভূঁইয়া মোহন- বাংলাদেশ আওয়ামী লীগ- ৯৪,০৩৫মনজুর এলাহী- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৫২,৮৭৪

নরসিংদী-৪

বিজয়ী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৬৩,৬৮০দেলোয়ার হোসেন খোকন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১৫,৮০০

নরসিংদী-৫

বিজয়ী রাজি উদ্দিন আহমেদ- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৯৪,৪৮৪আশরাফ উদ্দিন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ২০,৪৩১

নারায়ণগঞ্জ-১

বিজয়ী গোলাম দস্তগীর গাজী- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৪৩,৭৩৯কাজী মনিরুজ্জামান- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১৬,৪৩২

নারায়ণগঞ্জ-২

বিজয়ী নজরুল ইসলাম বাবু- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৩২,৭২২নাসির উদ্দিন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৫,০১২

নারায়ণগঞ্জ-৩

বিজয়ী লিয়াকত হোসেন খোকা- জাতীয় পার্টি (জাপা)- ১,৯৭,৭৮৫আজহারুল ইসলাম মান্নান- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১৮,০৪৭

নারায়ণগঞ্জ-৪

বিজয়ী শামীম ওসমান- বাংলাদেশ আওয়ামী লীগ- ৩,৯৩,১৩৬মনির হোসাইন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৭৬,৫৮২

নারায়ণগঞ্জ-৫

বিজয়ী সেলিম ওসমান- জাতীয় পার্টি (জাপা)- ২,৭৯,৫৪৫এস এম আকরাম- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৫২,৩৫২

রাজবাড়ী-১

বিজয়ী কাজী কেরামত আলী- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৩৮,৯১৪আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৩৩,০০০

রাজবাড়ী-২

বিজয়ী জিল্লুল হাকিম- বাংলাদেশ আওয়ামী লীগ- ৩,৯৮,৯৭৪নাসিরুল হক সাবু- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৫,৪৭৫

ফরিদপুর-১

বিজয়ী মনজুর হোসেন- বাংলাদেশ আওয়ামী লীগ- ৩,০৬,৮৯১আবু জাফর- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ২৬,১৬২

ফরিদপুর-২

বিজয়ী সাজেদা চৌধুরী- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,১৯,২০৬শামা ওবায়েদ ইসলাম- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১৪,৮৮৫

ফরিদপুর-৩

বিজয়ী খন্দকার মোশাররফ হোসেন- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৭৪,৮৭১চৌধুরী কামাল ইবনে ইউসুফ- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ২১,৭০৪

ফরিদপুর-৪

বিজয়ী মজিবুর রহমান চৌধুরী নিক্সন- স্বতন্ত্র- ১,৪৫,০০০কাজী জাফর উল্লাহ- বাংলাদেশ আওয়ামী লীগ- ৯৫,৩৬৩

গোপালগঞ্জ-১

বিজয়ী ফারুক খান- বাংলাদেশ আওয়ামী লীগ- ৩,০৩,১৬২এফ ই শরফুজ্জামান- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৫৭মোহাম্মাদ মিজানুর রহমান- ইসলামি আন্দোলন বাংলাদেশ- ৭০২

গোপালগঞ্জ-২

বিজয়ী শেখ ফজলুল করিম সেলিম- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৮১,৯০৯সিরাজুল ইসলাম সিরাজ- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ২৮৬

গোপালগঞ্জ-৩

বিজয়ী শেখ হাসিনা- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৩২,৪১৬এস এম জিলানী- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১২৯

মাদারীপুর-১বিজয়ী নূর ই আলম চৌধুরী লিটন- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,২৭,৪৫৪সাজ্জাদ হোসেন সিদ্দিকী- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৩০৫

মাদারীপুর-২

বিজয়ী শাহজাহান খান- বাংলাদেশ আওয়ামী লীগ- ৩,১১,৭৪০মিল্টন বৈদ্য- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ২,৫৯০

মাদারীপুর-৩

বিজয়ী আবদুস সোবহান গোলাপ- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৫২,৬৪১আনিসুর রহমান তালুকদার- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৩,২৭৫

শরীয়তপুর-১

বিজয়ী ইকবাল হোসেন অপু- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৭২,৯৩৪সরদার এ কে এম নাসির উদ্দীন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১,০৫৪

শরীয়তপুর-২

বিজয়ী এ কে এম এনামুল হক শামীম- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৭২,১৯২শফিকুর রহমান কিরণ- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ২,১১৫

শরীয়তপুর-৩

বিজয়ী নাহিম রাজ্জাক- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,০৭,২১৬মিয়া নুরুদ্দিন অপু- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ২,৬৬৪

সুনামগঞ্জ-১ বিজয়ী মোয়াজ্জেম হোসেন রতন- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,০৬,৪২৪নাজির হোসেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৭৮,৯১৫

সুনামগঞ্জ-২

বিজয়ী জয়া সেনগুপ্ত- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,০২,৪১৭নাছির উদ্দিন চৌধুরী- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৬৭,৫৮৭

সুনামগঞ্জ-৩

বিজয়ী এম এ মান্নান- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,৬৩,১৪৯শাহিনুর পাশা চৌধুরী- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ- ৫২,৯২৫

সুনামগঞ্জ-৪

বিজয়ী পীর ফজলুর রহমান- জাতীয় পার্টি (জাপা)- ১,৩৭,২৮৯ফজলুল হক আছপিয়া- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৬৯,৭৪৯

সুনামগঞ্জ-৫

বিজয়ী মুহিবুর রহমান মানিক- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,২১,৩২৮মিজানুর রহমান চৌধুরী- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৮৯,৬৪২

সিলেট-১

বিজয়ী এ কে আবদুল মোমেন- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৯৮,৬৯৬খন্দকার আবদুল মুক্তাদীর- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১,২৩,৮৫১

সিলেট-২

বিজয়ী মোকাব্বির খান- গণফোরাম- ৬৯,৪২০

সিলেট-৩

বিজয়ী মাহমুদ উস সামাদ চৌধুরী- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,৭৭,৫০৭শফি আহমেদ চৌধুরী- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৭৯,৮৬৫

সিলেট-৪

বিজয়ী ইমরান আহমদ- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,২৪,৫৪৬দিলদার হোসেন সেলিম- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৯৩,৪০৮

সিলেট-৫

বিজয়ী হাফিজ আহমেদ মজুমদার- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,৮৭,১৯১উবায়দুল্লাহ ফারুক- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ- ১,৩৮,৯৬০

সিলেট-৬

বিজয়ী নুরুল ইসলাম নাহিদ- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,৯৬,০১৫ফয়সাল চৌধুরী- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১৮,০৮৯

মৌলভীবাজার-১

বিজয়ী শাহাব উদ্দিন- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,৪৪,১২১নাছির উদ্দিন আহমেদ- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৬৮,৫২৩

মৌলভীবাজার-২

বিজয়ী এম এম শাহীন- বিকল্পধারা বাংলাদেশ- ৭৭,১৭০সুলতান মোহাম্মদ মনসুর আহম্মদ- গণফোরাম- ৭৯,৭৪২

মৌলভীবাজার-৩

বিজয়ী নেসার আহমেদ- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,৮৪,৫৭৯নাসের রহমান- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১,০৪,৫৯৫

মৌলভীবাজার-৪

বিজয়ী আবদুস শহীদ- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,১১,৬১৩মুজিবুর রহমান চৌধুরী- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৯৬,২৯৫

হবিগঞ্জ-১

বিজয়ী গাজী মোহাম্মদ শাহনওয়াজ- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,৫৮,১৮৮রেজা কিবরিয়া- গণফোরাম- ৮৫,১৯৭

হবিগঞ্জ-২

বিজয়ী আবদুল মজিদ খান- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,৭৭,৯৩১আবদুল বাসিত আজাদ- খেলাফত মজলিস- ৬০,০২৫

হবিগঞ্জ-৩

বিজয়ী আবু জাহির- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,৯৩,৮৭৩জি কে গউছ- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৬৮,০৭৮

হবিগঞ্জ-৪

বিজয়ী মাহবুব আলী- বাংলাদেশ আওয়ামী লীগ- ৩,০৯,৬৫৩আহমদ আবদুল কাদের- খেলাফত মজলিস- ৪৫,১৫১

ব্রাহ্মণবাড়িয়া-১

বিজয়ী বদরুদ্দোজা ফরহাদ হোসেন সংগ্রাম- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,০১,১১০এস এ কে একরামুজ্জামান- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৬০,৭৩৪

ব্রাহ্মণবাড়িয়া-২

উকিল আবদুস সাত্তার- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৮২,৭২৩জিয়াউল হক মৃধা- স্বতন্ত্র- ৭২,৫৪৬

ব্রাহ্মণবাড়িয়া-৩

বিজয়ী উবায়দুল মোকতাদির চৌধুরী- বাংলাদেশ আওয়ামী লীগ- ৩,৯৩,৫২৩খালেদ হোসেন মাহবুব- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৪৬,০৭৭

ব্রাহ্মণবাড়িয়া-৪

বিজয়ী আনিসুল হক- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৮২,০৬২মো. জসিম- ইসলামি আন্দোলন বাংলাদেশ- ২,৯৪৯

ব্রাহ্মণবাড়িয়া-৫

বিজয়ী এবাদুল করিম বুলবুল- বাংলাদেশ আওয়ামী লীগ-২,৫১,৫২২কাজী নাজমুল হোসেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১৭,০১১

ব্রাহ্মণবাড়িয়া-৬

বিজয়ী এ বি এম তাজুল ইসলাম- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,০০,০৭৮আবদুল খালেক- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১,৩২৯

কুমিল্লা-১

বিজয়ী সুবিদ আলী ভূইয়া- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,৩৫,০৪৯খন্দকার মোশাররফ হোসেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৯৪,৪১৪

কুমিল্লা-২

বিজয়ী সেলিমা আহমেদ মেরী- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,০৫,৫১২খন্দকার মোশাররফ হোসেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ২০,৭৫৯

 

কুমিল্লা-৩

বিজয়ী ইউসুফ আবদুল্লাহ হারুন- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৭৩,১৮২কে এম মজিবুল হক- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১২,৩৫৮

কুমিল্লা-৪

বিজয়ী রাজী মোহাম্মদ ফখরুল- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৪০,৫৪৪আবদুল মালেক রতন- জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)- ৭,৯৫৮

কুমিল্লা-৫

বিজয়ী আবদুল মতিন খসরু- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৯০,৫৪৭মো. ইউনুস- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১১,৯৬০

কুমিল্লা-৬

বিজয়ী আ ক ম বাহার উদ্দিন- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৯৬,৩০০মোহাম্মাদ আমিন উর রসিদ- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১৮,৫৩৭

কুমিল্লা-৭

বিজয়ী আলী আশরাফ- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,৮৪,৯০১রেদোয়ান আহমেদ- লিবারেল ডেমোক্রেটিক পার্টি- ১৫,৭৪৭

কুমিল্লা-৮

বিজয়ী নাছিমুল আলম চৌধুরী- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,৮৮,৬৫৯জাকারিয়া তাহের- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৩৪,২১৬

কুমিল্লা-৯বিজয়ী তাজুল ইসলাম- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৭০,৬০২আনোয়ার উল আজিম- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১২,০৪৮

কুমিল্লা-১০

বিজয়ী আ হ ম মুস্তফা কামাল- বাংলাদেশ আওয়ামী লীগ- ৪,০৫,২৯৯মনিরুল হক চৌধুরী- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১২,০৪৮

কুমিল্লা-১১বিজয়ী মুজিবুল হক- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৮২,২৭৩সৈয়দ আবদুল্লাহ মো. তাহের- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১,১০১

চাঁদপুর-১

বিজয়ী মহিউদ্দিন খান আলমগীর- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,৯৭,৬৬৬মোহাম্মাদ মোশাররফ হোসেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৭,৯০৪

চাঁদপুর-২ বিজয়ী নুরুল আমিন- বাংলাদেশ আওয়ামী লীগ- ৩,০১,০৫০জালাল উদ্দিন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১০,২৭৭

চাঁদপুর-৩

বিজয়ী দীপু মনি- বাংলাদেশ আওয়ামী লীগ- ৩,০৬,৮৯৫শেখ ফরিদ আহমেদ মানিক- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৩৫,৮০২

চাঁদপুর-৪

বিজয়ী শফিকুর রহমান- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,৭৩,৩৬৯লায়ন হারুনুর রশিদ- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৩০,৭৯৯

চাঁদপুর-৫

বিজয়ী রফিকুল ইসলাম- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৯৮,১০৪মমিনুল হক- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ২৬,৫৬৪

ফেনী-১

বিজয়ী শিরীন আখতার- জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)- ২,০১,৯২৮মুন্সি রফিকুল আলম মজনু- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ২৬,৬১৬

ফেনী-২

বিজয়ী নিজাম উদ্দিন হাজারী- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৯০,৬৬২জয়নাল আবেদিন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৫,৭৭২

ফেনী-৩

বিজয়ী মাসুদ উদ্দিন চৌধুরী- জাতীয় পার্টি (জাপা)- ২,৮৮,০৭৭আকবর হোসেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১৪,৬৭৪

নোয়াখালী-১

বিজয়ী এইচ এম ইব্রাহিম- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৩৮,৯৭০এ এম মাহবুব উদ্দিন খোকন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১৪,৮৬২

নোয়াখালী-২

বিজয়ী মোরশেদ আলম- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,৭৭,৩৯১জয়নাল আবদিন ফারুক- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ২৬,১৬৯

নোয়াখালী-৩

বিজয়ী মামুনুর রশীদ কিরন- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,১৭,৭২৯বরকত উল্লাহ বুলু- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৫৩,৭৯০

নোয়াখালী-৪ বিজয়ী একরামুল করিম চৌধুরী- বাংলাদেশ আওয়ামী লীগ- ৩,৯৬,০২২শাহজাহান- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ২৩,২৫৭

নোয়াখালী-৫

বিজয়ী ওবায়দুল কাদের- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৫২,৭৪৪মওদুদ আহমদ- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১০,৯৭০

নোয়াখালী-৬

বিজয়ী আয়েশা ফেরদাউস- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,১০,০১৫ফজলুল আজিম- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৪,৭১৫

লক্ষ্মীপুর-১

বিজয়ী আনোয়ার হোসেন খান- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,৮৫,৪৩৮শাহাদৎ হোসেন সেলিম- লিবারেল ডেমোক্রেটিক পার্টি- ৩,৮৯২

লক্ষ্মীপুর-২

বিজয়ী মোহাম্মদ শহিদ ইসলাম- স্বতন্ত্র- ২,৫৬,৭৮৪আবুল খায়ের ভুঁইয়া- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ২৮,০৬৫

লক্ষ্মীপুর-৩

বিজয়ী এ কে এম শাহজাহান কামাল- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৩৩,৭২৮শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১৪,৪৯২

লক্ষ্মীপুর-৪

বিজয়ী আবদুল মান্নান- বিকল্পধারা বাংলাদেশ- ১,৮৩,৯০৬আ স ম আবদুর রব- জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)- ৪০,৯৭৩

চট্টগ্রাম-১

বিজয়ী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৬৬,৬৬৬নুরুল আমিন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৩,৯৯১

চট্টগ্রাম-২

বিজয়ী সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী- তরিকত ফেডারেশন- ২,৩৮,৪৩০আজিম উল্লাহ বাহার- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৪৯,৭৫৩

চট্টগ্রাম-৩

বিজয়ী মাহফুজুর রহমান মিতা- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,৬২,৩৫৩কামাল পাশা- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৩,১২২

চট্টগ্রাম-৪

বিজয়ী দিদারুল আলম- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৬৯,৮৮৯আসলাম চৌধুরী- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ২৯,৪০৭

চট্টগ্রাম-৫

বিজয়ী আনিসুল ইসলাম মাহমুদ- জাতীয় পার্টি (জাপা)- ২,৭৭,৯০৯সৈয়দ মুহাম্মদ ইবরাহিম- কল্যাণ পার্টি- ৪৪,৩৮১

চট্টগ্রাম-৬

বিজয়ী এ বি এম ফজলে করিম চৌধুরী- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৩১,৪৪২জসিম উদ্দিন শিকদার- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ২,৩০৭

চট্টগ্রাম-৭

বিজয়ী হাছান মাহমুদ- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,১৭,১৫৫নুরুল আলম- লিবারেল ডেমোক্রেটিক পার্টি- ৬,০৬৫

 

চট্টগ্রাম-৮

বিজয়ী মইন উদ্দীন খান বাদল- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৭৮,৮০৮আবু সুফিয়ান- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৫৯,১৩৫

চট্টগ্রাম-৯

বিজয়ী মহিবুল হাসান চৌধুরী নওফেল- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,২৩,৬১৪শাহাদাত হোসেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১,০৭,৬৪২

চট্টগ্রাম-১০

বিজয়ী আফসারুল আমিন- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৮৭,০৪৭আব্দুল্লাহ আল নোমান- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৪১,৩৮৭

চট্টগ্রাম-১১

বিজয়ী এম আবদুল লতিফ- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৮৩,১৬৭আমির খসরু মাহমুদ চৌধুরী- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৫২,৮৯৮

চট্টগ্রাম-১২

বিজয়ী সামছুল হক চৌধুরী- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,৮৩,১৭৯এনামুল হক- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৪৪,৫৯৮

চট্টগ্রাম-১৩

বিজয়ী সাইফুজ্জামান চৌধুরী- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৪৩,৪১৫সরওয়ার জামাল নিজাম- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৩,১৫৩

চট্টগ্রাম-১৪

বিজয়ী নজরুল ইসলাম চৌধুরী- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,৮৯,১৮৬অলি আহমদ- লিবারেল ডেমোক্রেটিক পার্টি- ২২,২২৫

চট্টগ্রাম-১৫

বিজয়ী আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৮৯,৩৭৫আ ন ম শামসুল ইসলাম- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৩৫,৯৮৬

চট্টগ্রাম-১৬বিজয়ী মোস্তাফিজুর রহমান চৌধুরী- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,৮৫,৩৪১জাফরুল ইসলাম চৌধুরী- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ২৬,৩৭০

কক্সবাজার-১

বিজয়ী জাফর আলম- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৭৩,৮৫৬হাসিনা আহমেদ- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৫৬,৬০১

কক্সবাজার-২

বিজয়ী আশেক উল্লাহ রফিক- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,১৩,০৯১এ এইচ এম হামিদুর রহমান আযাদ- স্বতন্ত্র- ১৮,৫৮৭

কক্সবাজার-৩

বিজয়ী সাইমুম সরওয়ার কমল- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৫৩,৮২৫লুতফর রহমান- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৮৭,৭১৮

কক্সবাজার-৪

বিজয়ী শাহিনা আক্তার চৌধুরী- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,৯৬,৯৭৪শাহজাহান চৌধুরী- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৩৭,০১৮

পার্বত্য খাগড়াছড়ি

বিজয়ী কুজেন্দ্র লাল ত্রিপুরা- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৩৬,১১৫শহিদুল ইসলাম ভূইয়া- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৫১,২৬৬

পার্বত্য বান্দরবান

বিজয়ী বীর বাহাদুর উ শৈ সিং- বাংলাদেশ আওয়ামী লীগ- ১,৪৩,৯৬৬সাচিং প্রু - বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৫৮,৭১৯

জেএইচ/এমএআর/আরআইপি