জাতীয়

শেখ হাসিনার সব প্রতিদ্বন্দ্বীর জামানত বাজেয়াপ্ত

সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী সবাই জামানত হারিয়েছেন।

Advertisement

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া –টুঙ্গিপাড়া) আসনে শেখ হাসিনার পাঁচজন প্রতিদ্বন্দ্বী গোহারা হেরেছেন। সেখানে দেশের অন্যতম দল বিএনপির প্রার্থী এস এম জিলানী পেয়েছেন মাত্র ১২৩ ভোট। নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তার পাঠানো বার্তা শিট থেকে রোববার (৩০ ডিসেম্বর) এ তথ্য পাওয়া গেছে।

আইন অনুযায়ী জামানতের টাকা ফেরত পেতে হলে প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ পেতে হয়। এ আসনে শেখ হাসিনার কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীই তা পাননি। সুতরাং শেখ হাসিনা ছাড়া বাকি সব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী গোপালগঞ্জ-৩ আসনের ১০৮টি কেন্দ্রে মোট ভোটার ছিল দুই লাখ ৪৬ হাজার ৮১৮। ভোট দিয়েছেন দুই লাখ ৩০ হাজার ১৪১ জন। এর মধ্যে নৌকা প্রতীকে শেখ হাসিনা পেয়েছেন দুই লাখ ২৯ হাজার ৫৩৯ ভোট। তার নিকটতম প্রার্থী বিএনপি ছাড়া সিংহ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী উজীর ফকির ৪, আপেল প্রতীকে এনামুল হক ১০, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের প্রার্থী মারুফ শেখ পেয়েছেন ৭১ ভোট। আর বাতিল হয়েছে ৩৯৪ ভোট। এ আসনে ভোট পড়েছে শতকরা ৯৩ দশমিক ২৪ শতাংশ।

Advertisement

এইচএস/এএইচ/জেআইএম