মাগুরা ও বরগুনার চার আসনে ধানের শীষের কোনো প্রার্থী জয়ী হতে পারেননি। সবকটি আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন নৌকার প্রার্থী।
Advertisement
মাগুরা-১ এ আসনে মোট ভোটার ৩,৫০,০৪৮। মোট কেন্দ্র ১৪৩টি। সবকটি কেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী আওয়ামী লীগের সাইফুজ্জামান শিখর ২,৭৪,১৩০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোয়ার হোসেন পেয়েছেন ১৬,৪৬৭ ভোট।
মাগুরা-২এ আসনে মোট ভোটার ৩,৩৪,৯২৪। মোট কেন্দ্র ১৩৪টি। প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীকের বীরেন শিকদার ২,৩০,১১২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নিতাই রায় চৌধুরী পেয়েছেন ৬৫,৮২৮ ভোট।
বরগুনা-১ এ আসনে মোট ভোটার ৪,১৪,৩৮২। মোট কেন্দ্র ১৮০টি। সবকটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগের ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ। তার প্রাপ্ত ভোট ৩,১৭,৬২২। নিকটতম প্রার্থী বিএনপির মতিয়ার রহমান তালুকদার পেয়েছেন ১৫,৮৫০ ভোট।
Advertisement
বরগুনা-২এ আসনের মোট ভোটার ২,৬৮,৩১৬। মোট কেন্দ্র ১১২টি। সবকটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী আওয়ামী লীগের শওকত হাচানুর রহমান রিমন ২,০০,৩২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী বিএনপির খন্দকার মাহবুব হোসেন পেয়েছেন ৯,৫১৮ ভোট। ইসলামি আন্দোলন বাংলাদেশের গোলাম সরোয়ার হিরু পেয়েছেন ৮,০৩০ ভোট।
এমএআর/জেআইএম