রাজনীতি

কুষ্টিয়ায় নৌকার জয়জয়কার

কুষ্টিয়ার চার আসনেই নৌকার জয়জয়কার। কুষ্টিয়ার-১ আসনে জয়ী হয়েছেন আ ক ম সারোয়ার জাহান। এছাড়া ২, ৩ ও ৪ আসনে যথাক্রমে জয়ী হয়েছেন- হাসানুল হক ইনু, মাহবুবুল আলম হানিফ ও সেলিম আলতাফ জর্জ।

Advertisement

কুষ্টিয়া-১এ আসনে মোট ভোটার ৩,৩৬,১১৬। মোট কেন্দ্র ১২৬টি। এ আসনে ২,৭৭,১৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আ ক ম সারোয়ার জাহান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রেজা আহাম্মেদ পেয়েছেন মাত্র ৩,৪২০ ভোট। 

কুষ্টিয়া-২মোট ভোটার ৩,৯৯,৫৮৫। মোট কেন্দ্র ১৫৮টি। এ আসনে হাসানুল হক ইনু ২,৮২,৬২২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। বিএনপি প্রার্থী আহসান হাবিব লিংকন পেয়েছেন ৩৫,৭৫১ ভোট।

কুষ্টিয়া-৩এ আসনে মোট ভোটার ৩,৭২,৮০৫। মোট কেন্দ্র ১৩৪টি। সবকটি কেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী আওয়ামী লীগের মাহবুবুল আলম হানিফ ২,৯৬,৫৯২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জাকির হোসেন সরকার পেয়েছেন ১৪,৩৭৯ ভোট।

Advertisement

কুষ্টিয়া-৪এ আসনের মোট ভোটার ৩,৫১,০৬৩। মোট কেন্দ্র ১৪৭টি। সবকটি কেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী আওয়ামী লীগের সেলিম আলতাফ জর্জ ২,৭৮,৮৬৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। বিএনপির সৈয়দ মেহেদী আহমেদ রুমি পেয়েছেন ১২,৩১৯ ভোট।

এমএআর/জেআইএম