একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ছয়টি আসনের মধ্যে চারটি আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা।
Advertisement
নির্বাচিতরা হলেন- খুলনা-১ আসনে পঞ্চানন বিশ্বাস। তিনি ২ লাখ ৫৩ হাজার ৬৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আমীর এজাজ খান পেয়েছেন ২৮ হাজার ১৭০ ভোট।
খুলনা-৪ আসনে আওয়ামী লীগের আব্দুস সালাম মুর্শেদী ২ লাখ ২৩ হাজার ২১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আজিজুল বারী হেলাল পেয়েছেন ১৪ হাজার ১৮৭ ভোট।
খুলনা-৫ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের নারায়ণ চন্দ্র চন্দ। তিনি পেয়েছেন ২ লাখ ৩১ হাজার ৭২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার পেয়েছেন ৩২ হাজার ৬৯৪ ভোট।
Advertisement
খুলনা-৬ আসনে আওয়ামী লীগের আকতারুজ্জামান বাবু ২ লাখ ৮৫ হাজার ১১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ পেয়েছেন ১৯ হাজার ১০৫ ভোট।
আলমগীর হান্নান/আরএআর/জেআইএম