‘আরে মিয়া যাওনা, ভাইয়ের লগে একটা ফডো তোল।’ ইতস্ত হয়ে ধীর পায়ে এগিয়ে এক তরুণ সোফায় বিশ্রামরত ঢাকা-৭ আসনের আওয়ামী লীগের প্রার্থী হাজি মো. সেলিমের পাশে বসে ছবি তুললেন।
Advertisement
ওই তরুণকে ছবি তুলতে দেখে বিভিন্ন বয়সের আরও কয়েকজন নারী-পুরুষ সাহস করে সোফায় বসে ছবি তুলতে লাগলেন। হাজি সেলিমের চোখেমুখে সুস্পষ্টভাবে ক্লান্তির ছাপ পরিলক্ষিত হলেও কাউকেই নিরাশ করলেন না। সবাইকে তার সঙ্গে ছবি তোলার সুযোগ দিলেন। ইশারায় দুজন দেহরক্ষীকে ডেকে নেতাকর্মীদের কার্যালয়ের ভেতরে অবস্থান করতে বললেন।
রোববার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় হাজি সেলিমের প্রধান নির্বাচনী কার্যালয়ের ভেতরের দৃশ্য এটি।
সন্ধ্যা ৬টার পর থেকেই প্রধান নির্বাচনী কার্যালয়ে বিভিন্ন কেন্দ্র থেকে হাজি মো. সেলিমের বিপুল ভোটে এগিয়ে থাকার তথ্য আসতে থাকে। এ সময় হাজি সেলিম সেখানেই অবস্থান করছিলেন।
Advertisement
সন্ধ্যা সাড়ে ৬টার পর ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল ও স্লোগান (এইমাত্র খবর এলো হাজি সেলিম জিতে গেল, এই মাত্র খবর এলো নৌকার জয় হলো) নিয়ে প্রধান নির্বাচনী কার্যালয়ে ভিড় জমাতে থাকে। হাজি সেলিম প্রথমে কার্যালয়ের আন্ডার গ্রাউন্ড অফিসে ও পরে নীচতলার একটি কক্ষে বসে নেতাকর্মীদের কাছ থেকে ইশারায় বিভিন্ন কেন্দ্রের ফলাফলের খবর নেন।
হাজি সেলিমের এক মুখপাত্র জানান, সকালে ভোটগ্রহণ শুরুর পর থেকে শেষ না হওয়া পর্যন্ত গাড়ি নিয়ে তিনি বিভিন্ন এলাকার কেন্দ্র পরিদর্শন করেন।
কার্যালয়ের সামনে আড্ডারত এক যুবক জানান, গত কয়েকদিন ঠিকমতো ঘুম হয় না। আজ ভোররাতে ঘুম থেকে উঠে যে জিন্স প্যান্ট ও জ্যাকেট পরেছি তা এখনও গায়ে রয়েছে। ওই যুবক বলেন, ভাইয়ের বিজয় মিছিল করেই বাড়ি ফিরবো।
এমইউ/এএইচ/পিআর
Advertisement