সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য শেলটেক পদক-২০১৪ পেয়েছেন বার্ন অ্যান্ড প্লাষ্টিক সার্জন ডা. সামন্ত লাল সেন। এছাড়া শেলটেক পদক-২০১৩ পেয়েছেন ব্যারিস্টার রফিক উল হক। শনিবার সকালে রাজধানীর বনানীতে প্লাটিনাম সুইফট নামক একটি হোটেলে এ দুইজনের হাতে সন্মাননা পদক তুলে দেন শেলটেকের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ। এসময় অন্যান্যের মধ্যে শেলটেকের ব্যবস্থাপনা পরিচালক ড. তৌফিক এম সিরাজী উপস্থিত ছিলেন। ডা. সামন্তলাল সেন দীর্ঘদিন পোড়া রোগীদের চিকিৎসায় অবদান রেখে চলেছেন। অপরদিকে আইন পেশায় ব্যারিস্টার রফিক উল হকের অবদান অপরিসীম। জানা গেছে, সমাজসেবায় গুরত্বপূর্ণ অবদানের জন্য ১৯৯৮ সাল থেকে প্রতি বছর দেশের একজন কৃতি সন্তানকে শেলটেক পদকে ভূষিত করা হয়।ইতোপূর্বে যারা শেলটেক পদক পেয়েছেন তাদের মধ্যে কবি শামসুর রাহমান, ফিরোজা বেগম, কলিম শরাফি, কাইয়ুম চৌধুরী, ড. মো. জাফর ইকবাল, মোস্তফা মনোয়ার, শাইখ সিরাজ, জামিলুর রেজা চৌধুরী, আতিয়ার রহমান অন্যতম। একে/এমআরআই
Advertisement