কিশোর বয়সে গৃহকর্মীকে স্পর্শ করেছিলেন বলে স্বীকারোক্তি দেয়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। এ স্বীকারোক্তির পর দেশটির বিভিন্ন মানবাধিকার সংগঠন ফিলিপাইনের এই প্রেসিডেন্টের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও যৌন হয়রানিতে উৎসাহ দেয়ার অভিযোগ করেছে।
Advertisement
ধর্ষণ, পরকীয়া নিয়ে কৌতুক ও নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে মাঝে মাঝেই শোরগোল ফেলেন রদ্রিগো দুতার্তে।
সর্বশেষ তার বিতর্কিত স্বীকারোক্তিতে দুতার্তে বলেছেন, হাই স্কুলে পড়াকালীন তার সঙ্গে এক ধর্ম যাজকের পরিচয় হয়েছিল। ওই যাজকের গৃহকর্মী ঘুমন্ত অবস্থায় থাকাকালীন তিনি কীভাবে ঘরের ভেতরে প্রবেশ করতেন সে বিষয়ে বিস্তারিত বর্ণনা করেছেন দুতার্তে।
আরও পড়ুন : দেড় হাজার টাকায় স্বামীকে বিক্রির বিজ্ঞাপন দিলেন স্ত্রী
Advertisement
শনিবার রাতে এক বক্তৃতায় তিনি বলেন, আমি কম্বল উঠিয়েছিলাম এবং তার প্যান্টির ভেতরে কী আছে সেটি স্পর্শ করার চেষ্টা করেছিলাম। আমি তাকে স্পর্শ করেছিলাম। সে জেগে উঠেছিল। তারপর আমি কক্ষ ত্যাগ করেছি। পরে আবারও ওই কক্ষে ফিরে গৃহকর্মীকে নিপীড়নের চেষ্টা করেছিলাম।
দুতার্তের এমন ন্যক্কারজনক স্বীকারোক্তির নিন্দা জানিয়েছেন দেশটির নারী মানবাধিকার কর্মী গ্যাব্রিয়েলা। একই সঙ্গে তার পদত্যাগ দাবি করে গ্যাব্রিয়েলা বলেন, প্রেসিডেন্ট দুতার্তে ধর্ষণের চেষ্টার স্বীকারোক্তি দিয়েছেন।
সূত্র : এএফপি।
এসআইএস/জেআইএম
Advertisement