নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রফতানিমুখী স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে। রোববার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার কাতরার চক এলাকার নান্নু স্পিনিং মিলে এ ঘটনা ঘটে।
Advertisement
শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, নান্নু স্পিনিং মিলে কয়েক হাজার শ্রমিক কাজ করেন। রোববার বেলা পৌনে ১১টার দিকে হঠাৎ করে মিলের একপাশে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এসময় মিলে থাকা কর্মরত শ্রমিকরা মিলের ভেতর থেকে বেরিয়ে পড়ে। একপর্যায়ে আগুনের লেলিহান শিখা ও ধোয়া ১০০ থেকে ২০০ ফুট উপড়ে উঠে যায়।
খবর পেয়ে আড়াইহাজার থানা, ডেমড়া, হাজীগঞ্জ, কাঞ্চন ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামসহ সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে দুর্ঘটনার সুযোগে চোরচক্র মিলের ভেতরে ঢুকে লুটপাট শুরু করে। এতে বাঁধা দিলে মিলের দায়িত্বরত কর্মকর্তা মিল্কি চাকমার ওপর হামলা চালানো হয়। একপর্যায়ে মিলের ব্যবহৃত একটি প্রাইভেটকার ভাঙচুর করে চক্রটি। পরে পুলিশ ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
Advertisement
মিলের নির্বাহী কর্মকর্তা শিপলু জানান, মিলের কিছু অংশ চালু ছিলো। তারা নির্বাচনী কাজে ছিলেন। হঠাৎ করে আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন।
কাঞ্চন ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল মান্নান জানান, সবার আগে তারা ঘটনাস্থলে পৌঁছান। সময়মতো ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা না করলে আশেপাশের মিল-কারখানায় আগুন ছড়িয়ে পড়ে আরো বড় ধরনের ঘটনা ঘটতো।
মীর আব্দুল আলীম/এসইউ/এমএস
Advertisement