সুনামগঞ্জের ছাতক উপজেলার চর মহল্লা ইউনিয়নসহ কয়েকটি স্থানে আওয়ামী লীগ ও বিএনপির বিক্ষিপ্ত সংঘর্ষে প্রায় ২০ জন আহত হয়েছেন। রোববার (৩০ ডিসেম্বর) দুপুরের দিকে বিক্ষিপ্তভাবে এসব সংঘর্ষ হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন যেকোনো স্থানে মানুষের জমাট বা দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিলে পুলিশ টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছুড়ছে।
Advertisement
এ ছাড়া ছাতক উপজেলার তিররাই, ঘনরাই, রাতাগাঁও, নৌয়ারাইয়ে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, আমরা যেখানেই মানুষের জটলা বা মুখোমুখি অবস্থান দেখছি টিয়ারগ্যাস, রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়া হচ্ছে। এখন পর্যন্ত কত রাউন্ড রাবার বুলেট ছুড়া হয়েছে বলতে পারব না। তবে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। মোসাইদ রাহাত/জেডএ/পিআর
Advertisement