নির্বাচনে ব্যাপক কারচুপি ও নেতাকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ এনে পাবনা-৪ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। রোববার দুপুর ২টার দিকে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।
Advertisement
হাবিবুর রহমান হাবিবের নির্বাচনী এজেন্ট পৌর বিএনপির সাবেক সভাপতি আকতারুজ্জামান আকতার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন হাবিবুর রহমান হাবিবের কাছে মোবাইলে জানতে চাইলে তিনি বলেন, এত অত্যাচার, নির্যাতন ও অনিয়ম সহ্য করে নির্বাচনে থাকা সম্ভব নয়। আমি এই নির্বাচন বর্জন করলাম।
এর আগে বুধবার বেলা ১১টার দিকে পাবনার ঈশ্বরদী উপজেলার আলহাজ টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নির্বাচনী প্রচারের সময় হাবিবুর রহমান হাবিবের ওপর হামলা চালানো হয়। তার শরীরের কয়েকটি স্থানে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। ওইদিন বিকেলেই আশঙ্কাজনক অবস্থায় এই বিএনপি নেতাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়।
Advertisement
আলাউদ্দিন আহমেদ/আরএআর/এমএস