শেরপুরে ভোটগ্রহণের সময় ব্যালট বাক্স ছিনতাইয়ের পৃথক দুটি ঘটনায় ১০ জন আহত হয়েছেন। রোববার আনুমানিক সকাল সাড়ে দশটায় সদর উপজেলার দুটি কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে।
Advertisement
ব্যালট বাক্স ছিনতাইয়ের পৃথক দুটি ঘটনায় আহতরা হলেন সদর উপজেলার নন্দির জোত এলাকার উজ্জল মিয়া (২১), রব্বানী মিয়া (২৬) ও পূর্ব ঝিনিয়া গ্রামের ফাতেমা বেগম (৩২)। তাদেরকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৬ রাউন্ড রাবার বুলেট ও ৬ রাউন্ড টিয়ারশেল ছোড়ে পুলিশ।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, গুজব ছড়ানো ও ভোটারদের মধ্যে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে শেরপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর এবং জেলা বিএনপি নেতা রুহুল আমিনকে আটক করা হয়েছে।
Advertisement
হাকিম বাবুল/এসএ/এমএস