দিনাজপুরের বিরলে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় ভোট দিয়ে যাওয়ার পথে পড়ে গিয়ে কিনা মোহাম্মদ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে উপজেলার শহরগ্রাম মন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।
Advertisement
নিহত কিনা মোহাম্মদ ( ৬৫) বিরল উপজেলার ৪ নং শহরগ্রাম ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর গ্রামের মৃত চান্দু মোহাম্মদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা হাসান আলী ও বর্তমান চেয়ারম্যান স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুর রহমান মুরাদের সমর্থকদের মধ্যে শহরগ্রাম মন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ভোট দিয়ে কিনা মোহাম্মদ বাড়ি ফিরছিলেন। ধাওয়া-পাল্টা ধাওয়া দেখে ভয়ে দৌড়ে যাওয়ার সময় তিনি রাস্তার ওপর পড়ে যান। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান কিনা মোহাম্মদ।
এ ব্যাপারে বিরল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল বলেন, কিনা মোহাম্মদ হার্টফেল করে মারা গেছেন। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Advertisement
এমদাদুল হক মিলন/আরএআর/এমকেএইচ