দেশজুড়ে

বাগেরহাটে ২ ও ৩ আসনে বিএনপি প্রার্থীদের ভোট বর্জন

ভোটে অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বাগেরহাটের দুইটি সংসদীয় আসনে ঐক্যফন্ট্রের প্রার্থীরা। বাগেরহাট - ৩ আসনে (রামপাল - মোংলা) ধানের শীষের প্রার্থী বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ এবং বাগেরহাট - ৪ আসনে (মোড়েলগজ্ঞ - শরণখোলা) ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা অধ্যাপক আব্দুল আলীম দুপুর সাড়ে ১২টার দিকে ভোট বর্জন করেন।

Advertisement

আব্দুল আলীম জানান, তার নির্বাচনী এলাকার ১৩৬টি কেন্দ্রের প্রায় সবক'টি থেকে ধানের শীষের এজেন্টদের বের করে দেয়া হয়েছে। এছাড়া তার সমর্থকদের ভোট কেন্দ্রে প্রবেশের পর খোলা টেবিলে নৌকার পক্ষে ভোট দিতে বাধ্য করা হচ্ছে।

তিনি আরও বলেন, নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তাদের এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ করেও কোন লাভ হয়নি। এঅবস্থায় প্রশাসনের সহযোগিতায় প্রহশনের এই নির্বাচন থেকে বাধ্য হয়ে সরে দাড়িয়েছি। আমি এই মুহূর্তে এই নির্বাচন বর্জন করছি।

এএ/এমকেএইচ

Advertisement