ইরানের সামরিক স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনা করেছিল ইসরায়েল। ২০১০, ২০১১ ও ২০১২ সালে তিনবার এই পরিকল্পনা করে দেশটি। কিন্তু ইসরায়েলের তৎকালীন সেনাপ্রধান এতে রাজি না হওয়ায় হামলার পরিকল্পনা থেকে পিছু হঠতে হয়েছিল ইসরাইলকে।শুক্রবার রাতে ইসরায়েলের একটি টেলিভিশনে এক সাক্ষাৎকারে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক একথা বলেন।তিনি বলেন, ২০১০ ও ২০১১ সালে শেষ মুহূর্তে ইরানে হামলার বিপক্ষে অবস্থান নেন সেনাপ্রধান। সে সময় সেনাপ্রধান বলেন, ইরানে হামলা চালানোর মতো পর্যাপ্ত সক্ষমতা তাদের এখনো হয়নি।সাবেক এই প্রধানমন্ত্রী আরো বলেন, ২০১২ সালেও ইরানে হামলার পরিকল্পনা করেছিল ইসরাইল। কিন্তু সেটিও শেষ পর্যন্ত ভেস্তে যায়। যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ সামরিক মহড়া ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর রাষ্ট্রীয় সফরের কারণে তা সম্ভব হয়নি বলে তিনি জানান।নিউইয়র্ক টাইমসে শনিবার এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চ্যানেল-২ তে সম্প্রচার করা ওই বক্তব্য বারাকের। তবে তিনি ওই বক্তব্য টেলিভিশনে সম্প্রচারের জন্য বলেননি বলে টাইমসকে জানান। তিনি বলেন, বারাক : দ্য ওয়ারস অব মাই লাইফ নামক বইয়ের তথ্যের জন্য তিনি আইলান কফির ও ড্যানি ডুর নামক দুই লেখককে এ কথা বলেছিলেন।উল্লেখ্য, ইসরায়েল বিভিন্ন সময় ইরানের ওপর হামলা চালানোর হুমকি দিয়ে আসছে। তবে এখন পর্যন্ত তারা এ কাজে সক্ষম হয়নি। সম্প্রতি ছয় বিশ্ব শক্তির সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তি ইসরায়েলের দুশ্চিন্তার কারণ হয়েছে।এসআইএস/এএইচ/এমআরআই
Advertisement