একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের বিষয়ে ‘শতভাগ আশাবাদী’ প্রধানমন্ত্রীর পুত্র এবং তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
Advertisement
রোববার সকাল ১০টা ২ মিনিটে তিনি ঢাকা-১০ আসনের আওতাভুক্ত ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ আশাবাদ ব্যক্ত করেন।
জয় বলেন, ‘যারা যুদ্ধাপরাধীদের নিয়ে রাজনীতি করে তাদের মানুষ ভোট দেবে না। এ দেশের উন্নয়ন দেখতে হলে নৌকায় ভোট দিতে হবে। কারণ গত ১০ বছরে এ দেশের প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন নৌকায় ভোট দিলে উন্নয়ন হয়।’
তিনি বলেন, ‘বাংলার মানুষ উন্নয়নের লক্ষ্যে আজ দিনভর নৌকায় ভোট দেবে।’
Advertisement
দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সহিংসতার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত যে সহিংসতা করছে, এটা নির্মম। তারা বিদেশে প্রচুর লবিস্ট নিয়োগ করেছে, বাংলাদেশের নির্বাচনী সহিংসতার চিত্রগুলো বহির্বিশ্বে তুলে ধরার জন্য।’
‘পরাজয় নিশ্চিত জেনেই তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে’ বলেও অভিযোগ করেন জয়।
ফলাফলের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ফলাফল যেটাই হবে আমরা মেনে নেব।’
সহিংসতা থামবে কবে- এমন প্রশ্নের জবাবে জয় বলেন, ‘আজকের পর আর সহিংসতা থাকবে না। কারণ নির্বাচন তো শেষ হয়ে যাবে।’
Advertisement
তরুণদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘যারা এবার প্রথম ভোটার, তারা নৌকায় ভোট দেবেন।’
সকাল ৮টায় এ কেন্দ্রে ভোট দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোট শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি আশাবাদী নৌকার জয় হবেই হবে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতেই দেশের মানুষ নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করবে ইনশাআল্লাহ।’
তিনি আরও বলেন, নির্বাচনের ফলাফল যাই হোক আমরা অবশ্যই তা মেনে নেব।
এফএইচএস/এমএআর/এমএস