জাতীয়

আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন?

রাত পোহালেই বহুল প্রত্যাশিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে ১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৬৭৭জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। কে কাকে ভোট দেবেন তা বেশিরভাগ লোকই নির্ধারণ করে রেখেছেন। কিন্তু অনেক সময় দেখা যায় একজনের ভোট আরেকজন দিয়ে গেছেন।

Advertisement

এবার কেউ আপনার ভোট দিলে হতাশ হবেন না। বিষয়টি সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানাবেন। ভোটকেন্দ্রে আপনি যদি আপনার ভোটার আইডি বা ভোটের স্লিপ বা আঙুলের ছাপ দিয়ে নিশ্চিত করতে পারেন যে, আপনি ভোট দেননি, তবে আপনি ভোট দিতে পারবেন।

এ জন্য প্রিসাইডিং অফিসার তার সই করা ব্যালটে আপনার সিল গ্রহণ করবেন এবং সেটি তার কাছে রেখে দেবেন। এরপর গণনার সময় এটি যুক্ত করবেন তিনি। এই ভোটকে বলা হয় ‘টেন্ডার ভোট’৷

৩০ ডিসেম্বর (রোববার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২৯৯টি আসনে ভোট। এক প্রার্থীর মৃত্যুর কারণে গাইবান্ধা-৩ আসনে ভোটগ্রহণ পিছিয়ে ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

Advertisement

এইচএস/জেডএ/পিআর