বরগুনায় মাত্র ৮০ টাকার জন্য আবদুল লতিফ (৬৫) নামে এক মুক্তিযোদ্ধাকে মারধর করেছে এক ব্যক্তি।শনিবার বিকেলে বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের বারঘর বাজারে এ ঘটনা ঘটে।আবদুল লতিফ ফুলঝুড়ি ইউনিয়নের ছোট গৌরিচন্না গ্রামের বাসিন্দা। এঘটনায় অভিযুক্তের নাম মো. রুহুল আমীন (৩৫)। তিনি একই গ্রামের শামছুল হক বয়াতীর ছেলে। মুক্তিযোদ্ধা আবদুল লতিফ জাগো নিউজকে জানান, ঝুলঝুড়ি ইউনিয়নের বারঘল বাজারে তার একটি চায়ের দোকান আছে। ওই দোকান থেকে রুহুল আমীন রমজান মাসে বাকিতে ৮০ টাকার চা-সিগারেট খান। এরপর দেড় মাস পেরিয়ে গেলেও রুহুল আমীন ওই বাকি টাকা আর পারশোধ করেনি।শনিবার বিকেলে রুহুল আমীন তার দোকানে আসলে তিনি রুহুল আমীনের কাছে তার বকেয়া টাকা চান। এতে রুহুল আমীন ক্ষিপ্ত হয়ে তাকে (আবদুল লতিফ) টেনে-হিঁচড়ে দোকান থেকে বের করে রাস্তায় ফেলে মারধর করেন। এসময় স্থানীয়রা এগিয়ে আসলে রুহুল আমীন তাকে (আবদুল লতিফ) ফেলে পালিয়ে যায়। এঘটনায় তিনি রুহুল আমীনের বিরুদ্ধে মামলা করবেন বলে জানান।এ বিষয়ে বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ হোসেন পিপিএম জাগো নিউজকে জানান, বিষয়টি তিনি শুনেছেন। এ বিষয়ে যদি কেউ অভিযোগ করে, তাহলে তিনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।এমএএস/এমআরআই
Advertisement