নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৫টি পদে লোক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।পদের নাম: কম্পিউটার অপারেটর পদ সংখ্যা: ০১ জনবেতন: ৬,৪০০-১৪,২৫৫ টাকাযোগ্যতা: দ্বিতীয় শ্রেণি/জিপিএ-২ সহ স্নাতক। কম্পিউটার অপারেশনে সক্ষমতা ও সনদ আবশ্যক। অথবা সর্বস্তরে দ্বিতীয় বিভাগ/জিপিএ-২ সহ এইচএসসি পাস ও কম্পিউটার সায়েন্সে স্বীকৃত ইনস্টিটিউট/প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে কমপক্ষে দ্বিতীয়/জিপিএ-২ থাকতে হবে। অভিজ্ঞতা: কোন সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে/বিশ্ববিদ্যালয়ে বা বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিস ম্যানেজমেন্ট প্রোগ্রামার অভিজ্ঞ প্রার্থীদের অগ্রধিকার দেওয়া হবে। পদের নাম: ল্যাব টেকনিশিয়ানপদ সংখ্যা: ০১ জনবেতন: ৬,৪০০-১৪,২৫৫ টাকাযোগ্যতা: কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতাসহ বিএসসি পাস। সংশ্লিষ্ট ল্যাবরেটরিতে প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা যেতে পারে। এসএসসি ও এইচএসসিতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ/জিপিএ-২ থাকতে হবে। অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পদের নাম: সিনিয়র অডিটর পদ সংখ্যা: ০১ জনবেতন: ৬,৪০০-১৪,২৫৫ টাকাযোগ্যতা: বাণিজ্যে দ্বিতীয় শ্রেণি/জিপিএ-২ সহ স্নাতক। এসএসসি ও এইচএসসিতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ/জিপিএ-২ থাকতে হবে। বাংলা ও ইংরেজিতে কম্পিউটার অপারেশনে সক্ষমতা ও সনদ আবশ্যক। বাণিজ্যে দ্বিতীয় শ্রেণি/জিপিএ-২ সহ স্নাতকোত্তর থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ/জিপিএ-২ থাকতে হবে।অভিজ্ঞতা: অডিট/হিসাব/অর্থ/বাজেট সংশ্লিষ্ট কাজে সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে/বিশ্ববিদ্যালয়ে অডিটর বা সমপর্যায়ের (অডিট/হিসাব/বাজেট সংক্রান্ত) পদে কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদের নাম: ফোরম্যান (পরিবহন)পদ সংখ্যা: ০১ জনবেতন: ৬,৪০০-১৪,২৫৫ টাকাযোগ্যতা: সর্বস্তরে দ্বিতীয় শ্রেণি/জিপিএ-২ সহ এইচএসসি। সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের ট্রেড কোর্স। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের বেলায় শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। অভিজ্ঞতা: কোন সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে/সরকার কর্তৃত্ব স্বীকৃত প্রতিষ্ঠানে ড্রাইভার ও পরিবহন সংক্রান্ত কাজে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদের নাম: অডিটর পদ সংখ্যা: ০১ জনবেতন: ৫,৯০০-১৩,১২৫ টাকাযোগ্যতা: বাণিজ্যে দ্বিতীয় শ্রেণি/জিপিএ-২ সহ স্নাতক। এসএসসি ও এইচএসসিতে কমপক্ষে দ্বিতীয়/জিপিএ-২ থাকতে হবে। বাংলা ও ইংরেজিতে কম্পিউটার অপারেশনে সক্ষমতা ও সনদ আবশ্যক। বাণিজ্যে দ্বিতীয় শ্রেণি/জিপিএ-২ সহ স্নাতকোত্তর থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে কমপক্ষে দ্বিতীয়/জিপিএ-২ থাকতে হবে।অভিজ্ঞতা: অডিট/হিসাব/অর্থ/বাজেট সংশ্লিষ্ট কাজে সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে/বিশ্ববিদ্যালয়ে জুনিয়র অডিটর বা সমপর্যায়ের (অডিট/হিসাব/বাজেট সংক্রান্ত) পদে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদের নাম: মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা: ০১ জনবেতন: ৫,৫০০-১২,০৯৫ টাকাযোগ্যতা: এমএটিএস থেকে ডিপ্লোমা ইন মেডিক্যাল ফ্যাকাল্টি পাস। সরকারি/বেসরকারি হাসপাতাল/ক্লিনিকে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রধিকার দেওয়া হবে। পদের নাম: নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা: ০৪ জনবেতন: ৪,৭০০-৯,৭৪৫ টাকাযোগ্যতা: সর্বস্তরে দ্বিতীয় বিভাগ/জিপিএ-২ সহ কমপক্ষে এইচএসসি। বাংলা ও ইংরেজিতে কম্পিউটার অপারেশনে সক্ষমতা ও সনদ আবশ্যক।পদের নাম: জুনিয়র অডিটর পদ সংখ্যা: ০১ জনবেতন: ৪,৭০০-৯,৭৪৫ টাকাযোগ্যতা: সর্বস্তরে দ্বিতীয় বিভাগ/জিপিএ-২ সহ কমপক্ষে এইচএসসি। বাংলা ও ইংরেজিতে কম্পিউটার অপারেশনে সক্ষমতা ও সনদ আবশ্যক।পদের নাম: ল্যাব অ্যাটেন্ডেন্ট পদ সংখ্যা: ০৪ জনবেতন: ৪,৭০০-৯,৭৪৫ টাকাযোগ্যতা: এসএসসি ও এইচএসসিতে কমপক্ষে জিপিএ-২ সহ বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনের ঠিকানা: প্রফেসর মো. মমিনুল হক, রেজিস্ট্রার, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল, নোয়াখালী। আবেদনের শেষ তারিখ: ৩ সেপ্টেম্বর ২০১৫ সূত্র: জনকণ্ঠ, ১৯ আগস্ট ২০১৫আরআইপি
Advertisement