নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী একেএম শামীম ওসমান বলেছেন, কিছু সংখ্যক ভুয়া অনলাইন নিউজ ছড়াচ্ছে, শামীম ওসমানের বাড়ি চারদিক থেকে সেনাবাহিনী ঘিরে ফেলেছে। শামীম ওসমানকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এমন কোনো ঘটনা ঘটেনি। সেনাবাহিনী আমাদের দেশের গর্ব, তাদের নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। কারা এসব ছড়াচ্ছে?
Advertisement
শনিবার বিকেলে জামতলার নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
শামীম ওসমান বলেন, নিউজে ফুটেজ দেয়া হয়েছে, চারদিক থেকে গাড়ি নিয়ে যাচ্ছে এরকম। কেবল শামীম ওসমান না আমাদের অনেক সিনিয়র নেতাকর্মীদেরও নাম নিয়ে বলা হচ্ছে, এখানে-ওখানে এতজন গ্রেফতার হয়েছে। এসব মিথ্যা এবং সবই গুজব।
তিনি বলেন, সারা দেশের মধ্যে নারায়ণগঞ্জে সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন হবে। কিন্তু আজকে সকাল থেকে সারা দেশের ও বিদেশের বিভিন্ন স্থান থেকে আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করা হচ্ছে এই ব্যাপারে। আমি ফেসবুক চালাই না, তাই আমার এটা জানা কঠিন ব্যাপার। কিন্তু এটা সারা দেশে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। কারা এসব করছে, আর কারা ছড়াচ্ছে?
Advertisement
শামীম ওসমান আরও বলেন, আমাকে ভিডিও লিংক পাঠানো হলো, আমি দেখলাম এসব ভয়াবহ মিথ্যা। আসলে এমন কিছুই ঘটেনি, ওরা একটা আতঙ্ক সৃষ্টি করতে চাচ্ছে। তারা এখনও নির্বাচন বন্ধ করার চেষ্টা করছে। এটা তাদের একটি প্রক্রিয়া। এরকম আরও প্রক্রিয়া থাকতে পারে।
তিনি বলেন, আমি আমার দলের নির্দেশ পেয়ে সংবাদ সম্মেলন করছি। আমি আপনাদের সাহায্য কামনা করছি। এই ভুয়া নিউজ যারা ছড়াচ্ছে তাদের ধিক্কার জানাচ্ছি। এটা তারাই করছে যারা ভাবছে জনগণ তাদের পক্ষে নেই।
এএম/জেআইএম
Advertisement