দেশজুড়ে

সাইকেলে প্রতীকী নৌকা নিয়ে ঘুরছেন আইজুল

দলকে ভালোবেসে নিজ উদ্যোগে নৌকার প্রচারণা চালাচ্ছেন নওগাঁর মহাদেবপুর উপজেলার আইজুল ইসলাম। ভালোবাসার প্রতীক হিসেবে বাঁশের কাঠামো দিয়ে নৌকা তৈরি করে লাগিয়েছেন বাইসাইকেলে। তাতে লাগিয়েছেন নৌকা মার্কার পোস্টার। এরপর নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের বিভিন্ন এলাকায় ঘুরছেন তিনি।

Advertisement

জানা গেছে, মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নের বিলছাড়া গ্রামের দক্ষিণপাড়ার বাসিন্দা আইজুল ইসলাম। তিনি নৌকার একনিষ্ঠ কর্মী। নির্বাচনের প্রচার-প্রচারণায় শুরু থেকেই তিনি এভাবে প্রচারণা চালাচ্ছেন। শুক্রবার মহাদেবপুর উপজেলার মহিষবাথান বাজারে তাকে বাইসাইকেলে প্রতীকী নৌকা নিয়ে ঘুরতে দেখা গেছে। এ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ছলিম উদ্দীন তরফদার সেলিম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আইজুল ইসলাম বলেন, ভালোলাগা থেকেই নৌকাকে ভালোবাসা। আমার পরিবারের সবাই নৌকা সমর্থন করে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক পাওয়ার পর থেকে সাইকেলে নৌকা তৈরি করে দুই উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়েছি। এলাকার লোকজন কৌতুহল নিয়ে আমার এ নৌকা দেখেছেন।

বাবু নামে এক ব্যক্তি বলেন, এদের মত কিছু নৌকা পাগল মানুষ আছে বলেই সকল ঝড়-তুফান মোকাবেলা করে নৌকা আজ উন্নয়নের প্রতীক।

Advertisement

আব্বাস আলী/আরএআর/জেআইএম