ঢাকা-১৩ আসনের সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পৌঁছেছে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা নজরুল ইসলাম।
Advertisement
শনিবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে রাজধানীর ঢাকা রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে আসনটির ১৩৪টি কেন্দ্রের জন্য এক হাজর ৭৪০ টি ইভিএম বিতরণ করা হয়।
আসনটির বিভিন্ন কেন্দ্র দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসাররা সহকারী রিটার্নিং অফিসারের কাছ থেকে নিজ নিজ কেন্দ্রের ইভিএম সংগ্রহ করেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, প্রতিটি কেন্দ্রে তিনজন করে সেনা কর্মকর্তা থাকবেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য কমপক্ষে ৩-৫ জন করে পুলিশ ও ১৬ জন করে আনসার সদস্য থাকবেন।
Advertisement
তিনি জানান, রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে ইভিএম-এর কন্ট্রোল রুম রয়েছে। এ আসনের যে কোনো তথ্য এ কন্ট্রোল রুম থেকে পাওয়া যাবে।
ইভিএমে ভোট দানে যেন কোনো সমস্যা না হয় সেজন্য প্রতিটি কেন্দ্রে তিনজন সশস্ত্র বাহিনীর সদস্য কারিগরি সহায়তায় নিয়োজিত থাকবেন বলেও জানান তিনি।
সহকারী রিটার্নিং কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ইতিমধ্যে সব কেন্দ্রে ইভিএম মেশিন চলে গেছে।
উল্লেখ্য, ঢাকা-১৩ আসনে তিন লাখ ৭২ হাজার ৭৭৫ জন ভোটার ইভিএম ব্যবহার করে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
Advertisement
এইউএ/এএইচ/জেআইএম