কোনো প্রকার শঙ্কিত না হয়ে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান।
Advertisement
শনিবার (২৯ ডিসেম্বর) সিএমপি হেডকোয়ার্টারে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তাবিষয়ক সংবাদ সম্মেলন তিনি এ আহ্বান জানান।
কমিশনার বলেন, চট্টগ্রামের ৫৯৭টি কেন্দ্রের নিরাপত্তায় প্রতিটিতে কমপক্ষে পাঁচজন অস্ত্রধারী পুলিশ দায়িত্ব পালন করবে। এ ছাড়াও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সাতজন অস্ত্রধারী পুলিশ থাকবে।
সিএমপি কমিশনার আরও বলেন, নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহানগর পুলিশের সাড়ে ছয় হাজার সদস্য মাঠে থাকবে। এ ছাড়াও যেকোন মুহূর্তের জন্য প্রস্তুত থাকবে আরও পাঁচ শতাধিক পুলিশ।
Advertisement
নগরীর প্রতিটি থানায় সার্বক্ষণিক স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে পুলিশের দুটি টহল গাড়ি ও ডিবি পুলিশের একটি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম ও অতিরিক্ত পুলিশের কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান।
আবু আজাদ/এএইচ/পিআর
Advertisement