আমস্টারডাম থেকে প্যারিসগামী দ্রুতগতির ট্রেনে হামলাকারী আটক ব্যক্তি একজন ইসলামি জঙ্গী। তিনি মরক্কোর নাগরিক। শনিবার এক সংবাদ সম্মেলনে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রী বেরনার কাজনুভ এ তথ্য জানিয়েছেন।খবর বিবিসি। কাজনুভ জানান, বন্দুকধারী হামলাকারীর পরিচয় সম্পর্কে তাঁরা এখনো নিশ্চিত নন। কিন্তু ধারণা করা হচ্ছে ২৬ বছর বয়সী এই বন্দুকধারী মরক্কোর নাগরিক।শুক্রবার ওই বন্দুকধারী প্যারিসগামী একটি ট্রেনে অতর্কিত গুলি চালায়। পরে যাত্রীদের মধ্যে থাকা যুক্তরাষ্ট্রের তিন নাগরিক ওই বন্দুকধারীকে পরাস্ত করে। এই তিন জনের মধ্যে দুজন যুক্তরাষ্ট্রের মেরিন সেনা। হামলাকারীর সঙ্গে ধস্তাধস্তির সময় তিন মার্কিন নাগরিকের একজন আহত হন। এছাড়া অপর এক যাত্রী গুলিবিদ্ধ হয়।এদের মধ্যে একজন জানান, অস্ত্রধারী ওই ব্যক্তি যখন ট্রেনের করিডোর ধরে হেঁটে যাচ্ছিল, তখন তারা ঝাঁপিয়ে পড়েন। লোকটির হাতে একটি কালাশনিকভ অ্যাসল্ট রাইফেল এবং একটি হ্যান্ডগান ছিল । ঘটনার পর মার্কিন নাগরিকদের প্রশংসা করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। তিনি বলেন, মার্কিন তিন নাগরিক বীরোচিত কাজ করেছেন। সাহসিকতার জন্য ফরাসি কর্তৃপক্ষ তাদের পদক দিয়ে পুরস্কৃত করেছেন।এদিকে, ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিট ক্যামেরনও ওই অস্ত্রধারীকে প্রতিহত করায় মার্কিন নাগরিকদের প্রশংসা করেছেন।এসআইএস/এমআরআই
Advertisement