রাজনীতি

বিএনপির প্রার্থীশূন্য তিনটি আসন পেল গণফোরাম

বিএনপির প্রার্থীশূন্য তিনটি আসন পেল গণফোরাম

বিএনপির প্রার্থীশূন্য তিনটি আসনে গণফোরামের প্রার্থীকে সমর্থন দেয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান শুক্রবার রাতে এ তথ্য জানিয়েছেন।

Advertisement

গণফোরামের তিন প্রার্থী হলেন- মানিকগঞ্জ-৩ আসনে সাবেক এমপি গণফোরাম নেতা মফিজুল ইসলাম খান কামাল, জামালপুর-১ সিরাজুল হক এবং সিলেট-৫ এ মুকাব্বির খানকে বিএনপির সমর্থন দেয়া হয়েছে। এ তিন আসনে উদীয়মান সূর্য্য প্রতীকে তারা নির্বাচন করবেন।

সিলেট-৫ আসনে বিএনপির প্রার্থী ছিলেন নিখোঁজ এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি জটিলতায় সর্বোচ্চ আদালতে গিয়েও তার প্রার্থিতা স্থগিত হয়। মানিকগঞ্জ-৩ আসনে ঋণ খেলাপির কারণে আফরোজা খান রীতার মনোনয়ন স্থগিত হয় এবং জামালপুর-১ রশিদুজ্জামান মিল্লাতের প্রার্থিতা বাতিল হয়।

বিএনপির নির্বাচন পরিচলনা কমিটির প্রধান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘বিএনপির প্রার্থীশূন্য আসনে স্থানীয়ভাবে এ সমর্থন দেয়া হচ্ছে।’

Advertisement

কেএইচ/এনডিএস/পিআর