বিনোদন

জঙ্গি নেতার আবেদনে পাকিস্তানে নিষিদ্ধ ফ্যান্টম

সাইফ আলী খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ফ্যান্টম ছবিটি পাকিস্তানে প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে লাহোরের একটি আদালত। আর এটি হয়েছে পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়াবার প্রধান হাফিজ সাইদের করা এক রিট আবেদনের প্রেক্ষিতে।জানা যায়, হাফিজের অভিযোগ ছিল, ২৬/১১ হামলার ওপর তৈরি এই ছবিতে তিনি ও তার পোশাকের বিরুদ্ধে প্রচার চালানো হয়েছে। এদিন হাফিজ সাইদের আইনজীবী ও সরকারি আইনজীবীর বক্তব্য শোনার পর পাকিস্তানের প্রেক্ষাগৃহে ফ্যান্টমের মুক্তির ওপর নিষেধাজ্ঞা দেন লাহোর হাইকোর্টের বিচারপতি শাহিদ বিলাল হাসান।সাহিত্যিক হুসেন জাইদির উপন্যাস ‘মুম্বাই অ্যাভেঞ্জার্স’র ওপর ভিত্তি করে ২৬/১১ মুম্বাই হামলার প্রেক্ষাপটে বানানো হয়েছে ফ্যান্টম। ছবিকে সবুজ সংকেত দেয়নি পাকিস্তানের সেন্সর বোর্ডও। উল্লেখ্য, এর আগেও সাইফ আলি খানের ‘এজেন্ট বিনোদ’, সালমান খানের ‘এক থা টাইগার’ ছবির প্রচার নিষিদ্ধ করা হয়েছিল পাকিস্তানে। যদিও, পাকিস্তানের বাজারে এই দুটি ছবিরই ডিভিডি পাওয়া যায়।আরএএইচ/এলএ/এমআরআই

Advertisement