খেলাধুলা

পাকিস্তান দলে আবারও অন্তর্কলহ!

পাকিস্তান দলে অন্তর্কলহের খবর নতুন কিছু নয়। টুকটাক বিষয় নিয়েও অনেক সময় বড় ঘটনা ঘটিয়ে বসেন দলটির ক্রিকেটাররা। সর্বশেষ খবর, সেঞ্চুরিয়ান টেস্টে পাকিস্তানের ব্যাটিং ধ্বসের পর কোচ মিকি আর্থারের সঙ্গে নাকি দলের সিনিয়রদের এক চোট হয়ে গিয়েছে।

Advertisement

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ান টেস্টের দ্বিতীয় ইনিংসে একটা সময় ১ উইকেটেই ১০১ রান ছিল পাকিস্তানের। হাফসেঞ্চুরিয়ান ইমাম উল হক আউট হবার পরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে সফরকারিদের ইনিংস। তিন নাম্বারে নামা শান মাসুদ (৬৫) লড়াই করার চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ১৯০ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। অর্থাৎ শেষ ৯ উইকেটে তারা তুলতে পারে মাত্র ৮৯ রান।

দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ১৪৯ রানের। বোঝাই যাচ্ছে, পাকিস্তান আর কিছু রান করলে জয় পাওয়াটা কঠিনই হয়ে যেত প্রোটিয়াদের। হাতের মুঠোয় থাকা ম্যাচটি এমন করে ছেড়ে দেয়ায় শিষ্যদের উপর তো নারাজ হবেনই কোচ।

মিকি আর্থার বেশি ক্ষেপেছেন দলের সিনিয়রদের উপর। আজহার আলি, আসাদ শফিক আর অধিনায়ক সরফরাজ আহমেদের মতো সিনিয়রদের তাই ধুয়ে দিয়েছেন পাকিস্তান কোচ।

Advertisement

পাকিস্তানের কয়েকটি গণমাধ্যমের খবর-শুধু ধুয়ে দিয়েছেন বললে কম হবে। সবার সামনেই নাকি সিনিয়দের ভীষণরকমভাবে তিরস্কার করেছেন কোচ। তাদের দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন।

যদিও পাকিস্তানের টিম ম্যানেজম্যান্ট এমন খবরকে অস্বীকার করেছে। তাদের দাবি, কোচ আর খেলোয়াড়দের মধ্যে সব কিছু ঠিকঠাক আছে। দিন শেষে কোচ সাধারণ একটি মিটিংয়ে বসেছিলেন বলে জানিয়েছে তারা। ইতিবাচক ফল কিভাবে আনা যায় তা নিয়েই নাকি শুধু আলোচনা হয়েছে।

এমএমআর/এমকেএইচ

Advertisement