কম্বোডিয়ার খেমাররুজ সরকারের সাবেক ‘ফার্স্ট লেডি’ ইয়েং থিরিথ (৮৩) আর নেই। শনিবার দেশটির পাইলিন প্রদেশের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খবর আল জাজিরার।কয়েকমাস ধরে সাবেক এই ফার্স্ট লেডি গুরুতর অসুস্থ ছিলেন। এরপর থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১১ সালের শেষের দিকে তার বিচার শুরু হয়। ২০১২ সালে জাতিসংঘ সমর্থিত ট্রাইব্যুনাল তার বিচার কাজ স্থগিত করে। ট্রাইব্যুনালের এক বিবৃতিতে বলা হয়, অভিযুক্ত ‘ফার্স্ট লেডি’ কম্বোডিয়ার পাইলিনে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মারা গেছেন। এরপর তার বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী মামলা স্থগিত করা হয়। উল্লেখ্য, ১৯৭৫ সালের এপ্রিল থেকে ১৯৭৯ সালের জানুয়ারি পর্যন্ত তৎকালীন ক্ষমতাসীন খেমাররুজ সরকার দেশটিতে অন্তত ১৭ লাখ মানুষকে হত্যা করে।এসআইএস/একে/আরআইপি
Advertisement