নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় রিকশা ছিনিয়ে নিতে বাপ্পী (২৫) নামে এক রিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এলাকাবাসীর রোষানলে পড়ে রিকশাটি ছিনিয়ে নিতে পারেনি তারা। শুক্রবার ভোরে ফতুল্লার ভূঁইগড় ৭ তলা এলাকায় এ ঘটনা ঘটে।
Advertisement
নিহত রিকশাচালক বাপ্পী ঢাকার ভাটারার খিল বাড়িরটেক এলাকার মুজাহিদুল ইসলামের ছেলে।
ফতুল্লার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে দুই ছিনতাইকারী বাপ্পী নামে এক রিকশাচালককে আটক করে ধারালো ছুরি দিয়ে চোখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করে রিকশা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় রাস্তায় থাকা কয়েকজন লোক ছিনতাইকারীদের রিকশাসহ আটক করলেও কৌশলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে নিহত রিকশাচালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে তিনি জানান।
শাহাদাত/আরএআর/এমকেএইচ
Advertisement