জাগো জবস

অফিসার পদে ১ হাজার লোক নেবে আশা

বেসরকারি উন্নয়ন সংস্থা আশা ‘জুনিয়র লোন অফিসার’ পদে এক হাজার লোক নিয়োগ দেবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত অঞ্চলের বাসিন্দারা আগামী ২৭ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: আশাপদের নাম: জুনিয়র লোন অফিসারশিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান পাস। যে কোনো দুটি পরীক্ষায় ন্যূনতম জিপিএ-২ থাকতে হবে।বয়স: ৩১ জুলাই পর্যন্ত সর্বোচ্চ ৩২ বছর।বেতন: এক বছর শিক্ষানবিশকালে ১০,১০০ টাকা। বেতন কাঠামোভুক্ত হলে ১২,০২১ টাকা। যার কাছে আবেদন: প্রেসিডেন্ট-আশা বরাবর নিজ হাতে লেখা আবেদনপত্রের সঙ্গে জীবন-বৃত্তান্ত, সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের ২ কপি ছবি, প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সব শিক্ষাগত যোগ্যতার মূল সনদের ফটোকপি ও তিন টাকা মূল্যের ডাক টিকিট লাগানো দুটি ফেরত খাম ( প্রার্থীর বর্তমান ঠিকানা লিখে) পাঠাতে হবে।  লক্ষণীয়: খামের ওপর জেলার নাম লিখতে হবে। নির্বাচিত প্রার্থীকে ১০ হাজার টাকা জামানত (ফেরতযোগ্য) হিসেবে জমা দিতে হবে। জামানতের বিপরীতে সরকারি ব্যাংকের সঞ্চয়ী হিসাবের সুদের হারে সুদ দেওয়া হবে।যে জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন:ঢাকা: ডিএম, আশা-ঢাকা জেলা কার্যালয়। ১৩/২১ (২য় ও ৩য় তলা) বাবর রোড, ব্লক-বি, মোহাম্মদপুর, ঢাকা।গাজীপুর: ডিএম, আশা-গাজীপুর জেলা কার্যালয়। নলজানী, মল্লিকা ম্যানসন (গ্রেটওয়াল হাউজিং), চান্দনা চৌরাস্তা, জয়দেবপুর, গাজীপুর।কিশোরগঞ্জ:ডিএম, আশা-কিশোরগঞ্জ জেলা কার্যালয়। ১২৩৫/৩, জাহানারা ম্যানসন, নগুয়া পুরাতন টেম্পোস্ট্যান্ড-সংলগ্ন, নগুয়া শেষ মোড়, কিশোরগঞ্জ।কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া:ডিএম, আশা-কুমিল্লা জেলা কার্যালয়। অর্ণব ভবন, রেসকোর্স, ডাকঘর: কোতোয়ালি, থানা+জেলা: কুমিল্লা।নারায়ণগঞ্জ, নরসিংদী ও মুন্সিগঞ্জ:ডিএম, আশা-নারায়ণগঞ্জ জেলা কার্যালয়। ৭৪/৪ নিউ চাষাঢ়া, জামতলা, ধোপাপট্টি, নারায়ণগঞ্জ।নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী ও খাগড়াছড়ি:ডিএম, আশা-নোয়াখালী জেলা কার্যালয়। গুপ্তাংক (বিশ্বনাথ-সংলগ্ন) ডাকঘর: নোয়াখালী সদর, থানা+জেলা: নোয়াখালী।চট্টগ্রাম, রাঙ্গামাটি, কক্সবাজার ও বান্দরবান:ডিএম, আশা-চট্টগ্রাম জেলা কার্যালয়। বাড়ি নম্বর-৬/খ, রোড নম্বর-১, আনন্দধারা আবাসিক এলাকা, পশ্চিম রামপুরা, হালিশহর, চট্টগ্রাম।সিলেট ও মৌলভীবাজার:ডিএম, আশা-সিলেট জেলা কার্যালয়। ৫৬ কাজী ভিলা, হাউজিং এস্টেট, ডাকঘর: আম্বরখানা, থানা+জেলা: সিলেট।আবেদনের শেষ সময়: ২৭ আগস্ট ২০১৫।সূত্র: প্রথম আলো, ১৩ আগস্ট ২০১৫।এসইউ/এইচআর/এমআরআই

Advertisement