আন্তর্জাতিক

সবচেয়ে প্রংশসিত নারী মিশেল ওবামা

যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা দেশটির সবচেয়ে প্রশংসিত নারী হিসেবে স্থান পেয়েছেন। দীর্ঘদিন ধরেই এই অর্জন ছিল আরেক সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটনের। ১৭ বছর ধরে আমেরিকার সবচেয়ে প্রশংসিত নারী হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছিলেন হিলারি। কিন্তু চলতি বছরের জরিপে মিশেলের কাছে তিনি তার সেই অবস্থান হারিয়েছেন।

Advertisement

সাম্প্রতিক সময়ে বার্ষিক গ্যালাপ ভোটে সাবেক প্রেসিডেন্ট প্রার্থী এবং পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন তৃতীয় অবস্থান অর্জন করেছেন। অপরদিকে টক শোয়ের উপস্থাপক অপরাহ উইনফ্রে দ্বিতীয় অবস্থান অর্জন করেছেন।

একইভাবে এই তালিকায় ১১ বছর ধরে সবচেয়ে প্রশংসিত পুরুষ হিসেবে প্রথম অবস্থান অর্জন করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। অপরদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রয়েছেন দ্বিতীয় অবস্থানে।

১৯৪৬ সাল থেকে প্রতি বছর এই ভোটের আয়োজন করা হয়। তবে ১৯৭৬ সালে এই ভোট অনুষ্ঠিত হয়নি। ১ হাজার ২৫ জন প্রাপ্তবয়স্কের কাছে তাদের প্রিয় নারী এবং পুরুষের নাম জানতে চাওয়া হয়েছিল।

Advertisement

বিশ্বের যে কোন স্থানে বাস করেন এমন নারী বা পুরুষ যাদেরকে তারা সবচেয়ে পছন্দ করেন না যারা সবচেয়ে প্রশংসিত হওয়ার যোগ্য তাদের নাম জানতে চাওয়া হয়েছিল। গত ৩ থেকে ১২ ডিসেম্বর ওই জরিপ পরিচালনা করা হয়। সেখানেই সবচেয়ে বেশি যে নারীর নাম উঠে এসেছে তিনি হলেন মিশেল ওবামা।

টিটিএন/এমএস