খেলাধুলা

বুমরাহর তোপে ১৫১ রানে অলআউট অস্ট্রেলিয়া

বছরের শুরুতে টেস্ট অভিষেক হওয়ার পরে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মাটিতে ইনিংসে পাঁচ উইকেট নেয়ার কীর্তি দেখিয়েছিলেন জাসপ্রিত বুমরাহ। সে ধারাবাহিকতা বজায় রেখে বছর শেষ হওয়ার আগেই অস্ট্রেলিয়ার মাটিতেও নিলেন ৬টি উইকেট।

Advertisement

ডানহাতি এ পেসারের তোপে মেলবোর্নে চলতি বক্সিং ডে টেস্টে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৫১ রানে অলআউট হয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২৯২ রানে এগিয়ে থেকেও স্বাগতিকদের ফলোঅন করায়নি ভারত। আবার ব্যাটিংয়ে নেমেছে তারাই।

নিজেদের প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৪৪৩ রানে ইনিংস ঘোষণা করেছিল বিরাট কোহলির দল। জবাবে দ্বিতীয় দিন শেষে বিনা উইকেটে ৮ রান করেছিল স্বাগতিকরা।

তৃতীয় দিন সকালে খেলতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা। ব্যাটিং অর্ডারের প্রথম আট ব্যাটসম্যানই ত্রিশের বেশি বল খেললেও কেউই ২৫ রানও করতে পারেননি।

Advertisement

ইনিংস সর্বোচ্চ ২২ রানের ইনিংস এসেছে অধিনায়ক টিম পেইন ও ওপেনার মার্কাস হ্যারিসের ব্যাট থেকে। এছাড়া উসমান খাজা ২১, ট্রাভিস হেড ২০, শন মার্শ ১৯ ও প্যাট কামিনস করেছেন ১৭ রান। আর কেউই দুই অঙ্কও ছুঁতে পারেননি।

ভারতের পক্ষে বল হাতে বিধ্বংসী ছিলেন বুমরাহ। ১৫.৫ ওভারের স্পেলে চার মেইডেনের সহায়তায় ক্যারিয়ার সেরা বোলিংয়ের রেকর্ড গড়ে মাত্র ৩৩ রান খরচায় নিয়েছেন ৬টি উইকেট। এ নিয়ে চলতি বছর তার উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ৪৫টি। এছাড়া রবিন্দ্র জাদেজা ২ এবং মোহাম্মদ শামী ও ইশান্ত শর্মা নিয়েছেন ১টি করে উইকেট।

এসএএস/এমএস

Advertisement