খেলাধুলা

৬২ বছর আগের রেকর্ড ছুঁয়ে কিউইদের রান পাহাড়

৭৪, ১৭৬, ৪৮, ৪০, ১৬২* ও ৭১*- শ্রীলঙ্কার বিপক্ষে ক্রাইস্টচার্চে বক্সিং ডে টেস্টের দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের প্রথম ছয় ব্যাটসম্যানের ব্যক্তিগত সংগ্রহ। স্বীকৃত ব্যাটসম্যানদের সবাই মিলে রান করে দলীয় সংগ্রহকে নিয়ে গিয়েছেন ৫৮৫ রানে, তাও কিনা মাত্র ৪ উইকেট হারিয়ে।

Advertisement

এর সাথে প্রথম ইনিংসে পাওয়া ৭৪ রানের লিড মিলিয়ে ম্যাচ জিততে শ্রীলঙ্কার সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৬৬০ রানের। হাতে রয়েছে ১০ উইকেট ও ১৯৪ ওভার। রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই ওপেনার দিমুথ করুনারত্নের উইকেট হারিয়ে বসেছে সফরকারীরা।

প্রথম ইনিংসে লঙ্কানদের ১০৪ রানে অলআউট করে দিয়ে ৭৪ রানের লিড পেয়েছিল স্বাগতিক নিউজিল্যান্ড। পরে নিজেদের দ্বিতীয় ইনিংসে রান উৎসবে মাতেন টম লাথাম, হেনরি নিকলস, জিত রাভাল, কলিন ডি গ্র্যান্ডহোমরা।

সিরিজের প্রথম ম্যাচে ক্যারিয়ার সর্বোচ্চ অপরাজিত ২৬৪ রানের ইনিংস খেলেছিলেন লাথাম। সে ধারাবাহিকতা বজায় রেখে এ ম্যাচে খেলেছেন ১৭৬ রানের ইনিংস। তার পরে সেঞ্চুরি তুলে নিয়েছেন হেনরি নিকলস। ক্যারিয়ার সর্বোচ্চ ইনিংসে ১৬২ রান অপরাজিতই থেকে গিয়েছেন নিকলস।

Advertisement

এছাড়া রাভাল ৭৪, গ্র্যান্ডহোম অপরাজিত ৭১*, উইলিয়ামস ৪৮ ও রস টেলর খেলেছেন ৪০ রানের ইনিংস। নিউজিল্যান্ড ইনিংস ঘোষণা করেছে ৪ উইকেট হারিয়ে ৫৮৫ রানে।

ব্যাটিং করতে নেমে শুরুর ছয়জনই পেরিয়েছেন চল্লিশের ঘর। যা কি-না নিউজিল্যান্ডের ইতিহাসের মাত্র দ্বিতীয় ঘটনা। এর আগে ১৯৫৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বছরের প্রথম টেস্টে চল্লিশের ঘর ছাড়িয়েছিলেন জিওফ র‍্যাবনের দলের প্রথম ছয় ব্যাটসম্যান।

সে ম্যাচে অধিনায়ক র‍্যাবন ৫৬, মারে চ্যাপল ৭৬, ম্যাট পুর ৪৪, বার্ট সাটক্লিফ ৬৬, জন রেইড ১৩৫ ও জন বেক আউট হয়েছিলেন ৯৯ রান করে। সেই ঘটনার প্রায় ৬৩ বছর পরে, ২০১৮ সালের শেষ টেস্টে আবারো চল্লিশের ঘর পেরুলেন কেন উইলিয়ামসনের দলের প্রথম ছয় ব্যাটসম্যান।

এসএএস/এমএস

Advertisement