জাতীয়

নিরাপত্তা পরিষদে রোহিঙ্গাবিষয়ক প্রস্তাব সমর্থন করবে না রাশিয়া

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব উঠলে রাশিয়া তা সমর্থন করবে না বলে জানিয়েছেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত আলেকজান্ডার ইগনাটভ।

Advertisement

বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস) অনুষ্ঠিত ‘বাংলাদেশ-রাশিয়া সম্পর্কের ৪৭ বছর’ শীর্ষক সেমিনারে রোহিঙ্গা সংকট বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দ্বিপক্ষীয়ভাবে সমাধানের পক্ষে রাশিয়ার নীতি তুলে ধরেন তিনি।

উল্লেখ্য, রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে নতুন ব্যবস্থা নিয়ে ভাবছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। যুক্তরাজ্য এ বিষয়ে একটি খসড়া প্রস্তাব নিয়ে বৈঠক করলে চীন ও রাশিয়া তা বর্জন করে।

যুক্তরাজ্যের সেই খসড়া প্রস্তাব প্রসঙ্গে রুশ রাষ্ট্রদূত বলেন, ‘ব্রিটেন প্রস্তাবিত যে রেজ্যুলেশনটি নিয়ে আমরা আলোচনা করছি, সেটি আমরা এক শতাংশও সমর্থন করি না। যদি ধরেও নেয়া হয় এটি গৃহীত হয়েছে, তাহলে মনে হয় না ভবিষ্যতে রোহিঙ্গা সমস্যার কোনো সমাধান হবে।’

Advertisement

রাশিয়া রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সহায়তা করবে কি না- এমন প্রশ্নের উত্তরে রুশ রাষ্ট্রদূত বলেন, ‘চীনের নিজস্ব নীতি আছে। আমাদের অবস্থান চীনের সঙ্গে অত্যন্ত সাদৃশ্যপূর্ণ। আর এটি হলো, আলোচনার মাধ্যমেই এই ইস্যু (রোহিঙ্গা সংকট) সমাধান হওয়া উচিত। এটি একটি দ্বিপক্ষীয় ইস্যু।’

বাংলাদেশের সহায়তায় রাশিয়া কখনো পিছপা না হলেও রোহিঙ্গা সংকটে কেন ব্যর্থ হলো- জানতে চাইলে রুশ রাষ্ট্রদূত বলেন, ‘রাশিয়া এ ক্ষেত্রে ব্যর্থ হয়নি। ব্যর্থ হয়েছে বলা হলে পুরোপুরি ভুল হবে।’

তিনি বলেন, মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি হলে রোহিঙ্গা প্রত্যাবাসনে দ্বিপক্ষীয় চুক্তি বাস্তবায়নে জটিলতা দেখা দেবে। চুক্তিটি সফলভাবে বাস্তবায়ন ও রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়ার ওপর জোর দেন তিনি।

সেমিনারে প্রধান অতিথি পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. শহীদুল হক বলেন, রুশ রাষ্ট্রদূত রোহিঙ্গা ইস্যুতে স্পষ্ট ও জোরালোভাবে তার দেশের অবস্থান তুলে ধরেছেন। রাশিয়া ও বাংলাদেশ একই লক্ষ্য অর্থাৎ রোহিঙ্গাদের শান্তিপূর্ণভাবে নিজেদের মাতৃভূমিতে ফিরে যাওয়া নিশ্চিত করতে কাজ করছে।

Advertisement

বাংলাদেশ-রাশিয়া মৈত্রী সমিতির সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. শহীদুল্লাহ শিকদার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম।

জেপি/জেডএ/বিএ