খেলাধুলা

স্বাধীন বাংলা ফুটবল দলের সংবর্ধনা অনুষ্ঠান ত্যাগ করলেন আশরাফ আলী

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার স্বাধীন বাংলা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যে দলের অন্যতম সদস্য বাফুফে সদস্য কাজী মো. সালাউদ্দিনও।

Advertisement

কিন্তু সংবর্ধনায় উপস্থিত হয়েও অনুষ্ঠানস্থর ছেড়ে চলে গেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য শেখ আশরাফ আলী। অনুষ্ঠান শুরুর প্রাক্কালে মঞ্চে বসার আসন নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেই বাফুফের সভাকক্ষ ত্যাগ করেন জাতীয় দলের সাবেক এ ফুটবলার।

স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুসহ অনেক পরিচিত সদস্যকেই অনুষ্ঠানে দেখা যায়নি। স্বাধীন বাংলা ফুটবল দলের ম্যানেজার তানভীর মাজহার তান্না তাঁর বক্তৃতায় বলেছেন, ‘আমাদের অনেকে ইন্তেকাল করেছেন। অনেকে অসুস্থ থাকায় আসতে পারেননি।’

স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য ছিলেন ৩৬ জন। যারা বেঁচে আছেন তাদের মধ্যে বৃহস্পতিবার সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের ম্যানেজার তানভীর মাজহার ইসলাম তান্না, প্রস্তাবক ও সংগঠক মো. সাইদুর রহমান প্যাটেল, খেলোয়াড় কাজী মো.সালাহউদ্দিন, সুভাস চন্দ্র সাহা, আব্দুল হাকিম, মো. তসলিম উদ্দিন শেখ, আব্দুস সাত্তার, মো. মোজাম্মেল হক, বীরেন দাস বীরু, সংগঠক মঈন সিনহা, এএফএম বদিউজ্জামান খসরু, আবুল কাশেম ও আবদুল খালেকের পুত্র।

Advertisement

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, বাফুফে সদস্য শওকত আলী খান জাহাঙ্গীর, অমিত খান শুভ্র, আব্দুর রহিম, মাহফুজা আক্তার কিরণ, সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ ও অনুষ্ঠানের পৃষ্ঠপোষক তমা গ্রুপের কর্ণধার আতাউর রহমান মানিক।

আরআই/আইএইচএস/পিআর