জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘ইতিহাসে বিশ্বাসঘাতকদের তালিকায় স্থান পাবেন বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।’ এ কথাটি বলার আগে মীর জাফরসহ পৃথিবীর ইতিহাসের কয়েকজন বিশ্বাসঘাতকের নাম উল্লেখ করেন তিনি।
Advertisement
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকেলে পল্টনে জাতীয় ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয়ে স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন কাদের সিদ্দিকী।
তিনি বলেন, ‘যারা ৬৯ (গণঅভ্যুত্থান) দেখেছেন, ৭১ দেখেছেন, তারা এবারের ঐক্য (বিরোধী নেতাদের ঐক্য) দেখলে বিস্মিত হতেন। কর্মীরা খুব একটা ভয় পেয়েছে— এটা সত্য কথা না। তাদের খুব নাজেহাল করা হচ্ছে। কিন্তু এতে মানুষ আরও বিক্ষুব্ধ হচ্ছে। মানুষ দমে যায়নি। এ ১৬ দিনে যা যা হয়েছে এতে বর্তমান সরকার নিজেই নিজের ক্ষতি করেছে।’
কাদের সিদ্দিকী বলেন, ‘নির্বাচন কমিশন যেভাবে সবার গলা টিপে ধরার চেষ্টা করেছে, এটা তাদের জন্য খুব খারাপ হবে। নির্বাচন কমিশন নিন্দিত হবে। বর্তমান সিইসি ইতিহাসে বিশ্বাসঘাতকদের তালিকায় স্থান পাবেন।’
Advertisement
বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন ও মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও উপস্থিত ছিলেন-গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিকল্পধারার নেতা নুরুল আমিন বেপারী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান প্রমুখ।
এআর/এনডিএস/জেআইএম