জাতীয়

সশস্ত্র বাহিনী-পুলিশকে নিয়ে ভুয়া ভিডিও, যুবক গ্রেফতার

সশস্ত্র বাহিনী ও পুলিশ নিয়ে ইউটিউবে মিথ্যা তথ্য প্রকাশ ও অপপ্রচার চালানোর অভিযোগে জিয়াউর রহমান (২৭) নামে একজনকে গ্রেফতার করেছে ডিএমপি’র সাইবার সিকিউরিটি বিভাগ। এ সময় তার কাছ থেকে মোবাইল, ল্যাপটপ ও সিম জব্দ করা হয়।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মাহনগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মাসুদুর রহমান।

সাইবার সিকিউরিটি বিভাগ সূত্রে জানা যায়, একটি ইউটিউব চ্যানেলে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও পুলিশ নিয়ে মিথ্যা তথ্য প্রকাশ ও অপপ্রচার চালানোর বিষয়টি নজরে আসে ডিএমপি’র সাইবার সিকিউরিটি বিভাগের।

তথ্য-উপাত্ত যাচাই করে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নোয়াখালী জেলার সেনবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে জিয়াউরকে গ্রেফতার করা হয়।

Advertisement

জিয়াউর রহমানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সাইবার সিকিউরিটি বিভাগ বলছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার ইউটিউব চ্যানেলে সশস্ত্র বাহিনী ও পুলিশ দ্বারা জনগণকে মারপিটের মিথ্যা ভিডিও আপলোড করে জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করেন তিনি। আসলে এই ভিডিও ছিল জিয়াউর কর্তৃক কৌশলে এডিট করা বাংলাদেশ নেভির একটি বিশেষ প্রশিক্ষণের অংশবিশেষ। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

জেইউ/জেডএ/পিআর