রাজনীতি

জানোয়ার নয়, পুলিশকে পাকিস্তানি হায়েনা বলেছিলেন ড. কামাল

বাংলাদেশ পুলিশের কতিপয় সদস্যের আচরণের ব্যাপারে প্রশ্ন তুলে ড. কামাল হোসেন তাদের পাকিস্তানি হায়েনা বাহিনীর সঙ্গে তুলনা করেছিলেন বলে জানিয়েছেন গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তাফা মহসিন মন্টু। তিনি বলেন, ‘ড. কামাল পুলিশকে জানোয়ার বলেননি।’

Advertisement

মতিঝিলে ঐক্যফ্রন্ট কার্যালয়ে বুধবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে মঙ্গলবার বৈঠকে সিইসি এবং ড. কামাল হোসেনের মধ্যকার বাকবিতণ্ডার বিষয়ে ব্যাখ্যা দেন তিনি।

মন্টু বলেন, ‘পুলিশ যা করছে তা সবার কাছে প্রমাণিত। পুলিশের অত্যাচারে ধানের শীষের কর্মীরা মাঠে নামতে পারছে না। পুলিশ নিজ দায়িত্বে হামলা করছে, মামলা করছে। ড. কামাল হোসেন প্রধান নির্বাচন কমিশনকে সে বিষয়টি বোঝাতে চেয়েছিলেন। ড. কামাল বলেছিলেন, ‘‘পাকিস্তানি হায়েনা বাহিনী যেভাবে নির্যাতন করেছিল, পুলিশ এখন তাই করছে। আর এরপরই সিইসি ক্ষিপ্ত হয়ে পুলিশের পক্ষ অবলম্বন করে উচ্চবাচ্য করেন।’’

তিনি বলেন, ‘গতকালেন বৈঠকে আমাদের কোনো অভিযোগ আমলে নেয়া হবে না বলেই তিনি (সিইসি) সিদ্ধান্ত নিয়েছিলেন। এ কারণে যুক্তি প্রমাণ দিয়ে অভিযোগ দেয়ারের পরও সিইসির আচরণ ছিল আপত্তিকর।’

Advertisement

গণফোরাম নেতা মন্টু এ সময় সবাইকে ভোটের দিন মাঠে নামার আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা বুক পেতে দেব। পুলিশ গুলি করলেও আমরা মাঠ ছাড়ব না।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পুলিশের আচরণকে ফের জানোয়ারের সঙ্গে তুলনা করা হয়েছে। যেখানে ড. কামাল হোসেনের স্বাক্ষর রয়েছে।

এনডিএস/জেআইএম

Advertisement