ফিলিপাইনের উত্তরাঞ্চলে শক্তিশালী টাইফুন গনির প্রভাবে প্রবল বর্ষণে সৃষ্ট ভূমিধস ও বন্যায় ৬ জনের প্রাণহানি ঘটেছে। শনিবার দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।জাতীয় দুর্যোগ পরিষদের নির্বাহী পরিচালক আলেক্সান্ডার পামা বলেন, বেঙ্গুয়েত ও মাউন্টেন প্রদেশের উঁচু ভূমিতে মাটি ও পাথরে চাপা পড়ে পাঁচজন প্রাণ হারিয়েছে। এছাড়া ইলোকোস নর্ট প্রদেশে ঝড়ে গাছ চাপা পড়ে একজন মারা গেছে। বন্যায় দুই জন নিখোঁজ ও চার জন আহত হয়েছে।দেশটির আবহাওয়া ব্যুরো জানায়, ফিলিপাইনে বছরে গড়ে ২০টি ঝড় আঘাত হানে। টাইফুন গনিসহ চলতি বছর ফিলিপাইনে ৯টি ঝড় আঘাত হানল। টাইফুনটি দক্ষিণাঞ্চলীয় দ্বীপপুঞ্জ সাকিশিমায় রোববার আঘাত হানতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।এসঅাইএস/আরআইপি
Advertisement