দেশজুড়ে

শুভ্রা মুখার্জীর স্মরণে নড়াইলে শোকসভা

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর স্ত্রী শুভ্রা মুখার্জীর স্মরণে নড়াইলে আলোচনা ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার তুলারামপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মহসিন মোল্যা বাবু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অ্যাড. সুবাস চন্দ্র বোস। শোকসভায় শুভ্রা মুখার্জীর স্বর্গীয় আত্মার স্মরণে এক মিনিট নীরবতাসহ তার ছবিতে মাল্যদান করা হয়।এ সময় আরো বক্তব্য রাখেন, তুলারামপুর ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতান, শুভ্রা মুখার্জীর মামাতো ভাই কার্ত্তিক চন্দ্র ঘোষ,  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক অঙ্গদ কুমার বিশ্বাস, আয়ুব হোসেন বিশ্বাস, আজিজুর রহমান আজু বিশ্বাস প্রমুখ।উল্লেখ্য, শৈশবকালে তুলারামপুর গ্রামে মামাবাড়ি থেকে চাচড়া প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন শুভ্রা মুখার্জী। পরে তিনি ১৯৫৫ সালে ভারতে চলে যান। গত ১৮ আগস্ট ভারতের স্থানীয় সময় সকাল ১০টা ৫১ মিনিটে শুভ্রা মুখার্জি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাফিজুল নিলু/এআরএ/আরআইপি

Advertisement